নবি মোর পরশ মনি লিরিক্স | Nobi mor porosh moni lyrics | Gojol

নবি মোর পরশ মনি লিরিক্স,

নবি মোর পরশ মনি এটি একটি গজল গান। গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়।

 

নবি মোর পরশ মনি লিরিক্স | Nobi mor porosh moni lyrics | Gojol

 

নবি মোর পরশ মনি লিরিক্স | nobi mor porosh moni lyrics | gojol

নবি মোর পরশ মনি লিরিক্স

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেইজন
সেইতো দো-জাহানের ধনী

 

ওই নামে সুর ধরিয়া..
পাখি যায় গান করিয়া..
সে নামে মজনু হইলো
মাওলা আমার কাদের গনি
সে নামে মধু মাখা
সে নামে যাদু রাখা

ওই নামে আকুল হয়ে ফুল
ফোটে সোনার বরণী।

নবী মোর নূরে খোদা
তার তরে সকল পয়দা
আদমের কলবেতে
তারই নূরের রওশানী

চাঁদ সুরুজ গ্রহ তারা
তারই নুরের ইশারা

 

নইলে যে অন্ধকারে
ডুবিত এই ধরণী

নিদানে আখেরাতে
ত্বরাইতে ফুল ছিড়াতে

কান্ডারি হইয়া নবী
পার করিবে সেই ত্বরনি

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি.
নবী নাম জপে যেইজন
সেইতো দো-জাহানের ধনী

নবি মোর পরশ মনি লিরিক্স | nobi mor porosh moni lyrics | gojol

nobi mor porosh moni lyrics in english

 

Nabi mor poroshmoni
Nabi mor shonar khoni
Nabi Naam jope jejon
Shei to dujahaner dhoni

Oi naame shur dhoriya
Pakhi jay gaan koriya
She naame maju hoilo
Moula amar kader goni

She naame madhu makha
She naame jadu rakha
Oi naame aakul hoye fool
Fote sonar baroni

Nabi mor nure khuda
Tar tore shokol poyda
Adomer kolbete
taroi nurer roushoni

Chad suruj groho tara
Taroi nurer ishara
Noile je ondhokare
Dubito ei dhoroni

Nidane akhirate
toraite Ful chirate
Kandari hoiya nabi
Paar koribe shei tarani

 

গজল:

প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন। পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।

গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান। সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন।

সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।

‘গজল’ শব্দটি আরবি থেকেই চয়িত। এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন। গজলের পরিভাষায় উল্লেখ হয়েছে, ‘তারুণ্যের পরিস্থিতি বর্ণনা করুন অথবা প্রেমাস্পদের সঙ্গে সংসর্গের উল্লেখ করুন এবং ভালোবাসার চর্চা করুন কিংবা রমণীর সঙ্গে বাক্যালাপ করুন। তাই পরিভাষায় বর্ণিত বিষয়কে অবলম্বন করে গজল রচিত গানকে ‘প্রণয়-সঙ্গীত’ বলেও চিহ্নিত করা হয়।

গজল আবার ‘কাব্য-সঙ্গীত’ নামেও পরিচিত। কারণ গজল গানে শৃঙ্গার রস যেমন মিলন আর বিরহের কথা বলে তেমনি তাতে ভক্তির কথাও উচ্চারিত হয়। দু’ধরনের ভাবের অভিব্যক্তি শৃঙ্গার রসে পরিপূর্ণতা আনে। অন্যদিকে গজল গান রচনায় যে বাণী প্রয়োগ করা হয় তাতে সব ধরনের রসের সমাবেশ দেখা যায়। ফলে গজল গান কাব্যের গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই গজল শৃঙ্গার রসাÍক গান হলেও এক ধরনের ‘কাব্য-সঙ্গীত’।

 

নবি মোর পরশ মনি লিরিক্স | nobi mor porosh moni lyrics | gojol

 

 

আরও দেখুনঃ

 

Leave a Comment