Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

নাইমুল ইসলাম রাতুল । বাংলাদেশি গায়ক

নাইমুল ইসলাম রাতুল । বাংলাদেশি গায়ক

নাইমুল ইসলাম রাতুল হলেন একজন বাংলাদেশি গায়ক। নাইমুল ইসলাম রাতুল ২০১৩ সালে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। তিনি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত পুত্র চলচ্চিত্রে “যদি দুঃখ ছুঁয়ে” শিরোনামের গানটি গেয়ে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ লাভ করেন। ২০১৯ সালের ১৯ ডিসেম্বর তাঁর মৌলিক গান ‘সাজনা রে’ গান প্রকাশিত হয়।

প্রারম্ভিক জীবন

ছোটবেলা থেকেই বড় বোনকে গান শিখতে দেখেছে। তখনই ঝোঁক চাপে গান শেখার। ওর আগ্রহ দেখে মা-বাবা চার বছর বয়সেই গান শেখার জন্য ওস্তাদ সানি মাহমুদ শাহিনের কাছে ভর্তি করেন রাতুলকে। এখন তাঁর কাছেই গানের তালিম নিচ্ছে পুরোদমে। রাতুলের বয়স ১৩ হলেও গান শেখার বয়স কিন্তু ১০ ছুঁই ছুঁই।

চ্যানেল আই ক্ষুদে গানরাজ

রাতুলের শৈশব কেটেছে খুলনায়। খুলনায়ই জন্ম এই খুদে গায়কের। বাবার কাছে জানতে পারে, খুলনা বিভাগের অডিশন হবে। গানও শিখছে, গাইতেও পারে ভালো, তাই মা-বাবা রেজিস্ট্রেশন করে ফেলেন, তারপর তো মহাকাণ্ড। একে একে সব ধাপ অতিক্রম করে সেরা তিনে জায়গা করে নেয় খুদে গায়ক।

সিনেমায় রাতুল

২০১৩ সালে ক্ষুদে গানরাজ হওয়ার পর তিনটা সিনেমায় গায়ক হিসেবে কাজ করে নাইমুল ইসলাম রাতুল। সিনেমাগুলো হলো—পুত্র, কালো মেঘের ভেলা, কু ঝিক ঝিক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সামাজিক চলচ্চিত্র ‘পুত্র’ ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। কাহিনি লিখেছেন হারুন রশীদ।

চলচ্চিত্রটি ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট ১১টি বিভাগে পুরস্কার লাভ করে। এই ছবির ‘যদি দুঃখ ছুঁয়ে’ শিরোনামে গানটির জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ লাভ করে এই খুদে গায়ক। এ ছাড়া ‘আজ কিছু বলো না আমায়’ শিরোনামে একটা গান গেয়েছে ‘পুত্র’ সিনেমায়। ‘কালো মেঘের ভেলা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে নির্মলেন্দু গুণের ‘কালো মেঘের ভেলা’ উপন্যাস অবলম্বনে। ছবিটিতে ‘আর আমারে মারিস নে মা’ শিরোনামে একটি গান গেয়েছে রাতুল। রাতুলের কণ্ঠে শোনা যাবে কু ঝিক ঝিক সিনেমাটির টাইটেল সং।

প্রথম মিউজিক ভিডিও

প্রথমবারের মতো মৌলিক গানের ভিডিও প্রকাশ করেছে রাতুল। সম্প্রতি ‘সাজনা রে’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানের কথা ও সুর সুস্মিতা বিশ্বাস সাথীর। সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ। রাতুলের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অর্পিতা। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন জেমস সরকার ও হাসিবুর রহমান। এটাই রাতুলের প্রথম ‘মৌলিক’ গান। সেখানেও থাকছে ‘সাজনা রে’ গানটি। ‘১০টা গান থাকছে অ্যালবামটিতে।

আরও দেখুনঃ

Exit mobile version