Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

নাফছে খোদা নাফছে শয়তান [Nafse khoda nafse soytan] | জালাল উদ্দিন খাঁ

নাফছে খোদা নাফছে শয়তান [Nafse khoda nafse soytan] | জালাল উদ্দিন খাঁ

জালাল উদ্দিন খাঁ
“নাফছে খোদা নাফছে শয়তান” গানটি একটি বাউল গান যা লিখেছেন বাউল জালাল উদ্দিন খাঁ । জালাল উদ্দিন খাঁ একজন বিশিষ্ট বাউল কবি ও গায়ক।

বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।

 

নাফছে খোদা নাফছে শয়তান [Nafse khoda nafse soytan] | জালাল উদ্দিন খাঁ

গীতিকারঃ জালাল উদ্দিন খাঁ

নাফছে খোদা নাফছে শয়তান লিরিক্স :

মায়া – বেড়ি পায় পরেছি
মায়া – বেড়ি পায় পরেছি
নারীর পাঁকে ঘুরে পিরি

নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি

মায়া – বেড়ি পায় পরেছি
মায়া – বেড়ি পায় পরেছি

জালাল উদ্দিন খাঁ

নারীর পাঁকে ঘুরে পিরি

নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
এক শয়তান দুনিয়ার গোড়া , আর একটায় মারছে উড়া
এক শয়তান দুনিয়ার গোড়া , আর একটায় মারছে উড়া
আর একটা খুবই বুড়া , বান্ধে কেবল ঘরবাড়ি ।।

নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
শয়তানের সঙ্গ লয়ে- পৃথিবীতে জন্ম হয়ে
শয়তানের সঙ্গ লয়ে- পৃথিবীতে জন্ম হয়ে
খেলিতেছি তারেই লয়ে , কখন জিতি কখন হারি
খেলিতেছি তারেই লয়ে , কখন জিতি কখন হারি ।।

নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি

জালালে কয় মুলের ঘরে , তিন শয়তানে নড়ে চড়ে
জালালে কয় মুলের ঘরে , তিন শয়তানে নড়ে চড়ে

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চুপ করে রই বেখবরে , হইয়ে যাক না মারা মারি ।।
চুপ করে রই বেখবরে , হইয়ে যাক না মারা মারি ।।

নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
মায়া – বেড়ি পায় পরেছি , নারীর পাঁকে ঘুরে পিরি ।।

নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি
নাফছে খোদা নফছে শয়তান করি নফছের তাবেদারি

জালাল উদ্দিন খাঁঃ

জালাল উদ্দিন খাঁ

জালাল উদ্দিন খাঁ পূর্ব ময়মনসিংহের একজন বিশিষ্ট বাউল কবি ও গায়ক। জালাল উদ্দিন খাঁ ব্রিটিশ ভারতের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে ১৮৯৪ সালে ২৫ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সদরুদ্দীন খাঁ।আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্বের নামাঙ্কিতের মাঝে জালাল উদ্দিন প্রায় সহস্রাধিক গান রচনা করেছিলেন। প্রখ্যাত এই লোক কবি মালজোড়া গানের আসরেও ছিলেন অনন্য। জালাল উদ্দীন খাঁ অনেক গান রচনা করেছিলেন। তার জীবদ্দশায় চার খণ্ডের ‘জালাল-গীতিকা’ গ্রন্থে ৬৩০টি গান প্রকাশিত হয়েছিল।

তিনি ১৯৭২ সনে ৩১ জুলাই  দেহত্যাগ করেন ।  

 

 

আরও দেখুনঃ

Exit mobile version