না বলা কথা ২ লিরিক্স | Na bola kotha 2 lyrics | Aurin | Eleyas Hossain

না বলা কথা ২ লিরিক্স | na bola kotha 2 lyrics  :  অরিন ১৯৮৮ সালের ২রা ডিসেমম্বর এ জন্ম গ্রহণ করেন। তিনি ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং হাজী মোহাম্মদ মহসীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। অরিন চার বছর বয়স থেকেই গান শেখা শুরু করেন তার বড় বোন শারমিনা চৌধুরী টিনার হাত ধরে।

 

না বলা কথা ২ লিরিক্স | na bola kotha 2 lyrics | Aurin | Eleyas Hossain

 

না বলা কথা ২ লিরিক্স | na bola kotha 2 lyrics | Aurin | Eleyas Hossain

Singer : Eleyas Hossain & Aurin
Lyric : Robiul Islam Jibon
Tune & Music : Imran
Album : Na Bola Kotha -2
Cast : Amile Shuvo & John

 

না বলা কথা ২ লিরিক্স :

তোমার প্রমে আমি, আজও স্বপ্ন বুনে যাই
মনের সীমানাতে, শুধু তোমায় খুজে পায় ।
{জানি না, কি করে, আমি তোমাকে বোঝাই,

না বলা, কথা, আজ বলে দিতে চাই ।
{জানি না, কি করে, আমি তোমাকে বোঝাই,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।

তোমার কথা ভেবে ভেবে, রাত্রি আমার কেটে যায় ।
থাক তুমি দূরে সরে, বুজতে চাও না আমায় ।
তোমার কথা ভেবে ভেবে, রাত্রি আমার কেটে যায় ।
থাক তুমি দূরে সরে, বুজতে চাও না আমায় ।

{এত ভালবাসা, দেব তোমায়, যে ভালবাসা পৃথিবীতে নাই ।
জানি না, কি করে, আমি তোমাকে বোঝাই,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।
{জানি না, কি করে, আমি তোমাকে বোঝাই,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।

তোমার পথ চেয়ে চেয়ে, মনটা পরে সারাক্ষণ ।
একটু করে বাসলে ভাল, বল না কি হয় এমন ।
তোমার পথ চেয়ে চেয়ে, মনটা পরে সারাক্ষণ ।
একটু করে বাসলে ভাল, বল না কি হয় এমন ।
{এত ভালবাসা, দেব তোমায়, যে ভালবাসা পৃথিবীতে নাই ।
জানি না, কি করে, আমি তোমাকে বোঝাই,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।
{জানি না, কি করে, আমি তোমাকে বোঝাই,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।

 

না বলা কথা ২ লিরিক্স | na bola kotha 2 lyrics | Aurin | Eleyas Hossain

 

na bola kotha 2 lyrics

Tomar preme ami aj
o shopno bune jai
Moner simana te, sudhu tomay khuje pay
Jani na, ki kore,ami tomake bujhai
Na bola,kotha,aj bole dite chai,
Jani na, ki kore,ami tomake bujhai
Na bola,kotha,aj bole dite chai
Tomar kotha vebe vebe
ratri amar ketejay
Thako tomi dure sore
bujhte chaw na amay
Tomar kotha vebe
vebe ratri amar ketejay
Thako tomi dure sore
bujhte chaw na amay.
Ato valobasa debo tomay
J valobasa prithibe te nai…
Jani na ki kore ami tumake bujha
Na bola kotha aaj bole dete chai
Jani na ki kore ami tumake bujha
Na bola kotha aaj bole dete chai
Tomar poth cheye cheye,
monta pore sarakhon
Aktu kore basle valo
bolona ki hoy amon
Tomar poth cheye cheye,
monta pore sarakhon
Aktu kore basle valo
bolona ki hoy amon
Ato valobasa debo tomay,
J valobasa prithibite nai…
Jani na ki kore ami tumake bujha
Na bola kotha aaj bole dete chai
Jani na ki kore ami tumake bujha
Na bola kotha aaj bole dete chai
Tomar preme ami aj o shopno bune jai
Moner simana te,
sudhu tomay khuje pay
Jani na, ki kore,ami tomake bujhai
Na bola,kotha,aj bole dite chai,
Jani na, ki kore,ami tomake bujhai
Na bola,kotha,aj bole dite chai
See you again in the next song
না বলা কথা লিরিক্স [ Na Bola Kotha Lyrics ] । ইলিয়াস হোসেন & তাসমিনা অরিন । Eleyas Hossain & Tasmina Aurin

তাসমিনা চৌধুরী অরিন

চট্টগ্রামের এক সংগীত পরিবারের সন্তান। বাবা ড. মোহাম্মদ আবুল কাসেম ও মা সৈয়দা নাসরীন আক্তারের সহযোগিতায় শৈশব থেকেই উচ্চাঙ্গ, নজরুল ও আধুনিক গানের চর্চা করে সে। বিশেষ করে তার চাচা ও সূর বন্ধু অশোক চৌধুরী তাকে তৈরি করে তুলেছে একজন দক্ষ সংগীত শিল্পী হিসেবে। ১লা জানুয়ারী ২০১৩ তে তিনি তানভির হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তি জীবনে অরিন খুব শান্তি প্রিয়, সবার সাথে সে মিলেমিশে থাকতে পছন্দ করে। অবসর কাটে তার গান শুনে। সংগীতে অরিনের উজ্জ্বল যাত্রা শুরু হয় ২০০৫ সালের ক্লোজ-আপ আসরে সেরা বিশের মধ্যে স্থান পেয়ে। তবে শফিক তুহিনের সঙ্গে ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটিতে সহশিল্পী থেকে বেশ শ্রোতাসমাদৃত হন তিনি।

প্রথম জীবন[উৎস সম্পাদনা]

অরিন ১৯৮৮ সালের ২রা ডিসেমম্বর এ জন্ম গ্রহণ করেন। তিনি ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং হাজী মোহাম্মদ মহসীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। অরিন চার বছর বয়স থেকেই গান শেখা শুরু করেন তার বড় বোন শারমিনা চৌধুরী টিনার হাত ধরে। সে বয়সেই নজরুল সংগীত “নীম ফুলের মৌ পিয়ে” গেয়ে প্রথম পুরস্কার পান চট্টগ্রামের “নবীন মেলা” অনুষ্টানে। ২০০৫ সালের ক্লোজ আপ ১ এ সেরা বিশে অবস্থান করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 না বলা কথা ২ লিরিক্স | Na bola kotha 2 lyrics | Aurin | Eleyas Hossain
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

পেশা[উৎস সম্পাদনা]

অরিন ২০০৯ সালে শফিক তুহিনের সাথে “এর বেশি ভালবাসা যায় না” গানটি গেয়ে এলবামে কাজ শুরু করেন। “এর বেশি ভালবাসা যায় না” গানটির সংগীত পরিচালক ও সূরকার ছিলেন আরেফিন রুমি। একই সালে অরিনের কাজ করা আমির ফিট “জন্ম” এলবামটিও বাজারে এসেছিল। এ ছারা আরো অনেক এলবামে তিনি কাজ করেছেন।২০১৭ সাল থেকে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

আরও দেখুনঃ

Leave a Comment