Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

নিল দরিয়া লিরিক্স [ Nil doriya lyrics ] ।Abdul Jabbar

নিল দরিয়া লিরিক্স [ Nil doriya lyrics ] ।Abdul Jabbar

 

Abdul Jabbar  

 

আব্দুল জব্বার  একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয় । এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

আব্দুল জব্বার ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন।  ১৯৫৬ সালে তিনি মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সঙ্গীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ ওসমান গনি এবং ওস্তাদ লুৎফুল হকের নিকট।

জব্বার ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন। তিনি ১৯৬২ সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান

গান : ও রে নিল দরিয়া

শিল্পি : আব্দুল জব্বার

নিল দরিয়া লিরিক্স [ Nil doriya lyrics ] ।Abdul Jabbar

 

 

নিল দরিয়া লিরিক্স বাংলা :

 

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া

কাছের মানুষ দুরে থুইয়া
মরি আমি ধড়-ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি,
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া হায়রে
কি জানি কি করে।

ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া।

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে
নোঙর ফেলি ঘাটে ঘাটে,
নোঙর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া।
ওরে নীল দরিয়া,
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া,
ওরে নীল দরিয়া..

 

 

Nil doriya lyrics in english :

 

Ore nil doriya
Amay de re de chariya
Bondi hoiya monoa pakhi hayre
Kande roiya roiya
Ore nil doriyaaa…

Kacher manush dure thuiya
Mori ami dhor poraiya re
Darun jala diba nishi
Darun jala diba nishi
Ontore ontore
Amar ato shadher monua pakhi hayre
Ki jani ki kore

Ore shampaner naiya
Amay de re de bhiraiya
Bondi hoiya monoa pakhi hayre
Kande roiya roiya
Ore shampaner naiya

Hoiya ami deshantori
Desh bideshe bhirai tori
Nongor pheli ghate ghate
Bondore bondore
Amar moner nongor poira roise hayre
Shareng barir ghore

Ei na potho dhoira
Ami koto je gasi choila
Akla ghore mon bodhua amar
Roise pontho chaiya

 

 

আরও দেখুন :

Exit mobile version