নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ]

মহীনের ঘোড়াগুলি

Gautam Chattopadhyay

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

 

গৌতম চট্টোপাধ্যায় (জুন ১, ১৯৪৮ – জুন ২০, ১৯৯৯) ছিলেন একজন বাঙালি সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার, থিয়েটার ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং নৃতাত্তিক, যিনি মহীনের ঘোড়াগুলি ফোক-রক ব্যন্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচত।

গৌতম ১৯৬০-এর দশকে প্রেসিডেন্সি কলেজে মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তার অ্যাংলো-ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে ‘দ্য আর্জ’ নামে একটি ব্যন্ড গঠন করেন।

১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দোলনের সাথে গৌতম মনেপ্রাণে জড়িত হয়ে পড়েন। ফলে তিনি গ্রেপ্তার ও নির্যাতিত হন।

এরপর তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ লক-আপে পাওয়া যায়। যদিও এতো নির্যাতনের পরও তিনি কোন প্রকার তথ্য প্রকাশ করেননি। গৌতম বাংলা জীবনমুখী গানের ধারার আদিস্রষ্টা। তিনি ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

নীল সাগরে
অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়
তোমার আকাশে
আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

 

রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়
তবু আমি বসে থাকি তোমার আশায়

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

 

নীল সাগরে
অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়
তোমার গভীরে
আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

আরও দেখুনঃ

আমি পালঙ্ক সাজাইলাম গো লিরিক্স [ Ami palongko sajailam go lyrics ] । তসিবা । Tosiba

Leave a Comment