Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ]

মহীনের ঘোড়াগুলি

Gautam Chattopadhyay

 

 

গৌতম চট্টোপাধ্যায় (জুন ১, ১৯৪৮ – জুন ২০, ১৯৯৯) ছিলেন একজন বাঙালি সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার, থিয়েটার ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং নৃতাত্তিক, যিনি মহীনের ঘোড়াগুলি ফোক-রক ব্যন্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচত।

গৌতম ১৯৬০-এর দশকে প্রেসিডেন্সি কলেজে মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তার অ্যাংলো-ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে ‘দ্য আর্জ’ নামে একটি ব্যন্ড গঠন করেন।

১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দোলনের সাথে গৌতম মনেপ্রাণে জড়িত হয়ে পড়েন। ফলে তিনি গ্রেপ্তার ও নির্যাতিত হন।

এরপর তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ লক-আপে পাওয়া যায়। যদিও এতো নির্যাতনের পরও তিনি কোন প্রকার তথ্য প্রকাশ করেননি। গৌতম বাংলা জীবনমুখী গানের ধারার আদিস্রষ্টা। তিনি ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

নীল সাগরে
অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়
তোমার আকাশে
আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।

 

 

রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়
তবু আমি বসে থাকি তোমার আশায়

 

 

নীল সাগরে
অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়
তোমার গভীরে
আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়

 

নীল সাগরে লিরিক্স [ Neel Sagare Lyrics ] । মহীনের ঘোড়াগুলি । গৌতম চট্টোপাধ্যায় । Gautam Chattopadhyay

আরও দেখুনঃ

আমি পালঙ্ক সাজাইলাম গো লিরিক্স [ Ami palongko sajailam go lyrics ] । তসিবা । Tosiba

Exit mobile version