নেফারতিতি লিরিক্স | Nefartiti lyrics, গানটি মেঘদল ব্যান্ড এর গান। মেঘদল বাংলাদেশের একটি ব্যান্ড। এ পর্যন্ত তাদের ২টি স্টুডিও অ্যালবাম বের হয়েছে। তৃতীয় অ্যালবাম “অ্যালুমিনিয়ামের ডানা”র কাজ চলছে।
নেফারতিতি লিরিক্স | Nefartiti lyrics | Meghdol Band | মেঘদল ব্যান্ড
নেফারতিতি লিরিক্স:
যাচ্ছ চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়,
সবুজ আকাশ দূরে সরে যায়
পথের এখনও কিছুটা বাকী
এখনই নামবে সন্ধ্যা
পৃথিবীর পুরোনো পথে,
ল্যাম্পপোস্ট নতজানু প্রার্থনায়
একা দাঁড়িয়ে থাকে
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে তুমি পার না
একা চাঁদ চাঁদের কংকাল,
হেঁটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না
খোঁজো না উদার আকাশ
কিছু সূর্যগন্ধীমেঘ
কিছু বিস্মরণের নদী বয়ে যায় তোমার,
আত্মার কাছাকাছি
নেফারতিতি…
যাবেই চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়,
সবুজ আকাশ দূরে সরে যায়
শহরে আজও বৃষ্টির দিন
তোমার শঙ্খশরীরে জলপদ্মরেখা
এখনই যেও না অন্ধকারে,
আমাকে ফেলে একা…!!!
Nefartiti lyrics in English:
Jaccho Cole Nefertiti
Bishonno Chul Urche Hauyay,
Sobuj Akash Dure Sore Jay
Pother Ekhono Kichuta Baki
Ekhoni Nambe Sondha
Prrithibir Purono Pothe,
Lyampost Notojanu Prathonay
Eka Dariye Thake
Hat Bariye Chuye Dite Tumi Paro Na
Eka Chad Chader Kongkal,
Hete Jete Jete Vul Pothe Tumi Themo Na
Khojo Na Udar Akash
Kichu Surrjogondhimegh
Kichu Bishoroner Nodi Boye Jaay Tomar,
Attar Kachakachi
Nefertiti…
Jabei Cole Nefertiti
Bishonno Chul Urche Hauyay,
Sobuj Akash Dure Sore Jaay
Shohore Ajo Brrishtir Din
Tomar Shokhoshorire Jolpodorekha
Ekhoni Jeo Na Ondhokare,
Amake Fele Eka…!!!