নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ | 2018

নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ | 2018

 

নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ
আরমান আলিফ

 

আরমান’ আলিফ 2017 সালে ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত অঙ্গনে যাত্রা শুরু করেন। এই বছরে, তিনি প্রথম একক ‘নিকোটিন’ প্রকাশ করেন। এরপর আরমান প্রকাশ করেন দ্বিতীয় গান ‘নেশা’। গান দুটি সঙ্গীত অঙ্গনে যথেষ্ট আলোড়ন পায়নি। কিন্তু তিনি টাইমলাইনে আসেন যখন তার তৃতীয় গান ‘অপরাধি’ প্রকাশ করেন। গানটি তাকে রাতারাতি দেশে গায়ক করে তোলে এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পায় যা ইউটিউব 100 গ্লোবাল র‌্যাঙ্কিংয়ের মধ্যে স্থান করে নেয়। গানটি ইতিমধ্যে 41 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। তিনি বাংলাদেশী গায়িকা ন্যান্সি এবং বালাম দ্বারা যথেষ্ট অনুপ্রাণিত।

 

শিরোনামঃ নেশা
কন্ঠঃ আরমান’ আলিফ
কথাঃ আরমান’ আলিফ
সুরঃ আরমান’ আলিফ
কম্পোজিশনঃ চন্দ্রবিন্দু

 

নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ

 

armanalif 20181104 0001 নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ | 2018
আরমান আলিফ

 

নেশা লিরিক্স বাংলা :

তোমার নেশায় পইরা
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না।

হে.. থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো।

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না।

আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতি
কই গেলো কই

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না

 

ab67616d0000b273e4423a9b676abe39a5e2977c নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ | 2018
Arman Alif

 

Nesha Lyrics in english :

Tomar Neshay Poira
Ami Hoilam Dewana
Tomar Jonno Haray Gelo
Amar Thikana
Tomar Motoi Thakla
Tumi Khobor Nila na
Tomar Kajol Rongey Rangao
Tumi Kar Aangina

Aaj Amar Bhetor Jurei
Shudhu Neshar Bosobas..
Nesha Hashay, Neshai Kanday
Nai Ami Amar
Roaj Bikaler Moto
Tomay Aar To Dekhi na
Ami Amar Motoi Thakbo Bhalo
Khobor Nio na

Thakte Hobe Tomay
Chara Kotha Chilo na
Aaj Vetor Ghore Dhowa Thake
Tumi Thako na
Amar Laal Ronga Hritpindo
Hoiteche Kalo
Kolijata Jaak Pure
Tobu Tumi Thako Valo

Ami Jeno Konodino
Cigarette na chui
Bolta Tumi Korta Sashon
Laagto Re Bhaloi
Aaj Nicotine-e Hoiche Kalo
Bhetor Ghorer Shob
Ekhon Sashon Kora Mayaboti
Koi gelo koi

Aj Amar Vetor Jurei
Sudhu Neshar Boshobash..
Nesha Hasay, Neshay Kaday
Nai Ami Amar

 

নেশা লিরিক্স | Nesha Lyrics | আরমান আলিফ
Arman Alif

 

 আরও দেখুন :

Leave a Comment