Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

পড়েনা চোখের পলক লিরিক্স [ Porena Chokher Polok Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

পড়েনা চোখের পলক লিরিক্স [ Porena Chokher Polok Lyrics ]

Movie: Praner Cheye Priyo

এন্ড্রু কিশোর । Andrew Kishore

 

 

পড়েনা চোখের পলক লিরিক্স [ Porena Chokher Polok Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

পড়েনা চোখের পলক লিরিক্স

পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক (২)
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো,
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো।
ও পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক।

 

কাজল কালো, ওই দুটি চোখ
ও চোখে জাদু আছে;
চোখের আড়াল হতে গেলে,
পড়ে যাই চোখের কাছে।
গোলাপ রাঙা, ঠোঁঠে তোমার
মায়াবী মধুর হাঁসি
একটু হেঁসে পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি।
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো।
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো।
ও আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো।
হো পড়েনা চোখের পলক আঃ,
কি তোমার রূপের ঝলক।
রেশম নরম, তোমার চুলের
একটু শীতল বাতাস
পাগল এ এ মন, পাওয়ার আশায়
করছে যেন হুতাশ।
পূর্ণিমা চাঁদ, অঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলে, অপরূপা
অপূর্ব রূপবতী।
তোমায় নিয়ে অনেক বিপদ
এ বুকের মাঝে থাকো।
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো।
ও আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো।
পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক।
এই পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক।
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো,
পড়েনা চোখের পলক আঃ,
কি তোমার রূপের ঝলক।

Porena Chokher Polok Lyrics

Pore na chokher polok
Ki tomar ruper jhalok
Dohai laage mukhti tomar
Ektu aanchole dhako
Ami gyan harabo, morei jaabo
Banchate parbe nako
Kajol kalo, oi duti chokh
O chokhe jaadu aachhe
Chokher aral hote gele
Pore jaai chokher kaachhe
Golap ranga, thonthe tomar
Mayabee modhur hanshi
Ektu henshe porate paaro
Hazaro golay fanshi
Sobai tomay chaaite pare
Nijeke lukiye rakho
Reshom norom, tomar chuler
Ektu shitol batas
Pagal e mon, pawar ashay
Korchhe jeno hutash
Purnima chand, ango tomar
Angey sonar jyoti
Ekei bole, aporupa
Apurbo rupoboti
Tomay niye anek bipod
E-buker majhe thako

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।
কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন।
চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
আরও দেখুনঃ
তুমি না থাকলে লিরিক্স [ Tumi Na Thakle Song Lyrics ] । অঞ্জন দত্ত ও ঊষা উথুপ । Anjan Dutta And Usha Uthup
Exit mobile version