পথ চলিতে যদি লিরিক্স [ Patha Cholite Jodi Chokite Lyrics] | Kazi Nazrul Islam | Feroza Begum
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়।
ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।
Song Name : Patha Cholite Jodi
Singer : Feroza Begum
Lyrics : Kazi Nazrul Islam
Tune : Kazi Nazrul Islam
পথ চলিতে যদি লিরিক্স [ Patha Cholite Jodi Chokite Lyrics] | Kazi Nazrul Islam | Feroza Begum
পথ চলিতে যদি চকিতে লিরিক্স বাংলা :
পথ চলিতে যদি চকিতে
কভু দেখা হয় পরান প্রিয়
চাহিতে যেমন আগের দিনে
তেমনি মদির চোখে চাহিও
পথ চলিতে
যদি গো সেদিন চোখে আসে জল
লুকাতে সে জল করিও না ছল
যে প্রিয় নামে ডাকিতে মোরে
সে নাম ধরে বারেক ডাকিও
পথ চলিতে
তোমার বঁধু পাশে (হায়) যদি রয়
মোরও প্রিয় সে করিও না ভয়
কহিব তারে আমার প্রিয়ারে
আমারো অধিক ভালোবাসিও
পথ চলিতে
বিরহ বিধুর মোরে হেরিয়া
ব্যথা যদি পাও যাব সরিয়া
রব না হয়ে পথের কাঁটা
মাগিব এ বর মোরে ভুলিও
পথ চলিতে যদি চকিতে
কভু দেখা হয় পরান প্রিয়
পথ চলিতে যদি চকিতে
Patha Cholite Jodi Chokite Lyrics in engllish :
Patha cholite jodi chokite
Kobhu dekha hoy porano priyo
Chahite jemon agero dine
Temoni more chokhe chahio
Patha cholite
Jodi go sedin chokhe ase jol
Lukate se jpl kariona chol
Je priya name dakite more
Se naam dhore barek dakiyo
Patha cholite
Tomar priya jodi pashe roy
Mor o priya se kario na bhoy
Kohibo tare amar priyare
Amaro odhik bhalbasio
Patha cholite
Biroho bidhur more heriya
Betha jodi pau jabo soriya
Robo na hoye pother kata
Magibo e bor more bhulio
Patha cholite jodi chokite
Kobhu dekha hoy porano priyo
Patha cholite jodi chokite