কিছু সম্পর্ক সময়ের স্রোতেও মিলিয়ে যায় না; তারা থাকে শুধু ফিরে আসার অপেক্ষায়। হাবিব ওয়াহিদ এবং এস এ হক অলিক ঠিক তেমনই একটি ব্যতিক্রমী জুটি। সংগীত ও চলচ্চিত্র জগতের দুই ভুবনে আলাদা পরিচয় থাকা সত্ত্বেও এই দুজনের কাজের সম্পর্ক দীর্ঘ প্রায় দেড় যুগের। অডিও অ্যালবামের মাধ্যমে যাত্রা শুরু হলেও দীর্ঘ ১৭ বছর তারা একসঙ্গে অডিওতে কাজ করেননি। সেই দীর্ঘ বিরতির পর যখন এই জুটি আবার ফিরে আসছে, শ্রোতাদের মনে নতুন করে নস্টালজিয়া জেগে উঠেছে। হাবিব ও অলিকের ফেসবুক পোস্ট এবং নতুন গানের খবর প্রকাশের প্রতিক্রিয়ায় তা স্পষ্ট। ভক্তরা অধীর আগ্রহে নতুন সঙ্গীতের জন্য অপেক্ষা করছেন।
এস এ হক অলিক নাটক ও চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি গানও লিখেন। হাবিব ওয়াহিদ তাঁর লেখা গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন। সময়টা ২০০৭ সাল। শিরিনের ‘পাঞ্জাবীওয়ালা’ অ্যালবামে বোনাস ট্র্যাক হিসেবে ছিল হাবিব ওয়াহিদ ও ন্যান্সির কণ্ঠে ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’। গানটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তীতে কলকাতার টলিউডেও জায়গা করে নেয়। ‘বিন্দাস’ সিনেমায় দেব ও শ্রাবন্তী সেই গানে ঠোঁট মেলান, আর গানটি ওপার বাংলার শ্রোতাদের মধ্যেও সমানভাবে প্রশংসিত হয়।
২০০৮ সালে হাবিবের ‘বলছি তোমাকে’ অ্যালবামে অলিকের লেখা আরও তিনটি গান অন্তর্ভুক্ত হয়—‘বলো কেন এমন হয়’ ও ‘জোছনা কথা বলো না’ কণ্ঠ দিয়েছেন হাবিব, আর ‘কী নামে ডাকব তোমায় নীল জোছনা’ গানটি গেয়েছেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ।
চলচ্চিত্রেও তাদের জুটি অভিনব ছাপ ফেলেছে। এস এ হক অলিক পরিচালিত ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় হাবিব গেয়েছেন ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, যা সেই সময়ের সুপারহিট গানগুলোর মধ্যে অন্যতম। পরবর্তী সিনেমাগুলো—‘আরো ভালোবাসব তোমায়’, ‘এক পৃথিবী প্রেম’ ও ‘গলুই’-এর গানগুলোতেও হাবিবের কণ্ঠ এবং অলিকের গানের কথার সমন্বয় দর্শক ও শ্রোতাদের মন জয় করে।
অলিক জানালেন, “আমাদের যোগাযোগ সবসময়ই ছিল, সম্পর্কও আন্তরিক। অডিও অ্যালবামের প্রকাশ কমে গেলে আমরা স্বতঃসিদ্ধভাবে ব্যস্ত হয়ে পড়ি। হাবিবের সঙ্গে কাজ করা বরাবরই আনন্দের; এবারও তেমনই হয়েছে।” হাবিবও নতুন সিঙ্গেল গান প্রকাশে নিয়োজিত থাকায় তাদের দীর্ঘ বিরতি হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর, হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে তাদের নতুন গান ‘পিরিতি শিখাইলি’। শুধুই একটি গান নয়, পুরো আটটি নতুন গানের সঙ্গে তারা ফিরছে। পুরনো স্মৃতি, পুরনো সাফল্য আর নতুন প্রত্যাশার মিশ্রণে হাবিব–অলিক জুটি প্রমাণ করবে—সত্যিকারের শিল্পীরা কখনও হারায় না, তারা শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তে ফিরে আসার জন্য।