Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

পরান বন্ধুরে লিরিক্স | Poran bondhure lyrics | Imran mahmudul

পরান বন্ধুরে  লিরিক্স,

গানটি তে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।

 

পরান বন্ধুরে লিরিক্স | poran bondhure lyrics | imran mahmudul

 

 

 

পরান বন্ধুরে ইমরান লিরিক্স

 

পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে
আর আসে না,
মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে
রাত হাসে না।
একদিন একবার তোমাকে না দেখলে
হায় হায় প্রান যায় রে,
চোখেরই সামনে তাই তুমি থাকো রে
এই মন তাই চায় রে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।।
তুমি এতো বেশি অভিমানী
বুঝিনি আগে,
শুধু ভুল করে ভুল বোঝো
এই আমাকে।
সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা
দিনটাই হয় নষ্ট,
ভুল না করেও নির্দোষ মনটা
একাকি পায় কষ্ট।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।।
তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল
তুমি কি কখনো তা করেছো খেয়াল ?
মনে মনে নাম নেই
দেখি চেয়ে সামনেই
তুমি আছো ঠাঁই দাড়িয়ে,
দুটি হাত বাড়াতেই
দেখি ছুঁয়ে তুমি নেই,
হাওয়া হয়ে যাও হারিয়ে।
পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!
পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!
পরান বন্ধুরে…
পরান বন্ধুরে…
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।।

poran bondhure imran lyrics in english

 

Pakhi khaca venge ure gele
Aar ashe na
Meghe oi chand dheka gele
Raat hase na
Ekdin ekbar tomake na dekhle
Hay hay praan jay re
Chokheri samane tai tumi khakore
Ei mon tai Chay re
Poran bondhu re
Tumi jaiyo na dure
Dure gele praan pakhita jabe re ure
Poran bandhure tumi jaiyo na dure
Valobasha hoye tumi acho mon jure

ইমরান মাহমুদুল:

ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন।

তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের “দিল দিল দিল”, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের “ওহে শ্যাম”, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের “তুই কি আমার হবি রে” গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি
২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।
আরও দেখুনঃ
Exit mobile version