পরের জায়গা আব্দুল আলীম লিরিক্স [ Porer Jayga Porer Jomin Lyrics ] | Abdul Alim

পরের জায়গা আব্দুল আলীম লিরিক্স [ Porer Jayga Porer Jomin Lyrics ] | Abdul Alim

 

রূপালী নদীরে, রূপ দেইখা তোর
আব্দুল আলীম

 

আব্দুল আলীম  ছিলেন বাংলাদেশের লোক সঙ্গীতের একজন শিল্পী।যিনি লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন।

অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

পরবর্তীকালে তিনি কলকাতায় যান এবং সেখানে আব্বাসউদ্দিন ও কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন বেদারউদ্দিন আহমদ, ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান,আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরী প্রমুখের কাছে। লেটো দলে, যাত্রা দলে কাজ করেছেন।

 

Song: Porer Jayga Porer Jomin
Singer: Abdul Alim
Lyrics: Abdul Latif

 

পরের জায়গা পরের জমি লিরিক্স [Porer Jayga Porer Jomin Lyrics] | Abdul Alim

 

হলুদিয়া পাখি লিরিক্স [ Holudia Pakhi Lyrics ] । আব্দুল আলীম । Abdul Alim

পরের জায়গা আব্দুল আলীম লিরিক্স বাংলা :

 

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা
আমি পাইনা জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই
আমি মনের দুঃখ কারে কই
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই

জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই
তবু দাখিলায় মেলে না সই
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই…!!!

 

YaifwwriN4BzRFCyqbslL4 পরের জায়গা আব্দুল আলীম লিরিক্স [ Porer Jayga Porer Jomin Lyrics ] | Abdul Alim
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Porer Jayga Porer Jomin Lyrics in english :

 

Porer Jayga Porer Jomin
Ghor Banaiya Ami Roy
Ami Toh Shei Ghorer Malik Noy
Ami Toh Shei Ghorer Malik Noy
Shei Ghorkhana Jar Jomidari
Ami Payna Tahar Hukumjari
Shei Ghorkhana Jar Jomidari
Ami Payna Tahar Hukumjari
Ami Paina Jomidarer Dekha
Paina Jomidader Dekha
Ami Paina Jomidarer Dekha
Moner Dukkho Kare Koi
Ami Mone Dokkho Kare Koi
Ami Toh Shei Ghorer Malik Noy
Porer Jayga Porer Jomin
Ghor Banaiya Ami Roy
Ami Toh Shei Ghorer Malik Noy
Ami Toh Shei Ghorer Malik Noy
Jomidarer Icchemoto Dei Na Jomi Chash
Taito Foshol Fole Na Re
Dukkho Baro Mash
Ami Khajnapati Sobi Dilam
Tobu Jomin Amar Hoy Je Nilam
Khajnapati Sobi Dilam
Tobu Jomin Amar Hoy Je Nilam
Ami Coli Je Tar Mon Jogaiya
Coli Je Tar Mon Jogaiya
Ami Coli Je Tar Mon Jogaiya
Dakhilay Mele Na Shoy
Tobu Dakhilay Mele Na Shoy
Ami Toh Shei Ghorer Malik Noy
Porer Jayga Porer Jomin
Ghor Banaiya Ami Roy
Ami Toh Shei Ghorer Malik Noy
Ami Toh Shei Ghorer Malik Noy…!!!

 

 

হলুদিয়া পাখি সোনারই বরণ
আব্দুল আলীম

 

 

 

Leave a Comment