![পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile] 1 পর মানুষে দুঃখ দিলে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Daily-sun-2020-02-26-4-300x173.jpg)
পর মানুষে দুঃখ দিলে গানটি লিখেছেন বাংলাদেশ এর গীতিকার এবং সংগীতশিল্পী আক্কাস দেওয়ান । গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মশিউর রহমান রিংকু।
পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile]
গীতিকারঃ আক্কাস দেওয়ান
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মশিউর রহমান রিংকু
পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile]
পর মানুষে দুঃখ দিলে….দুঃখ মনে হয় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না!
সবার একজন মনের মানুষ….প্রাণের মানুষ থাকে,
মন প্রাণ উজাড় করিয়া….ভালবাসে তাকে।
ভালবাসে যে যাহাকে…..কষ্ট যেন দেয় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না,
পাথরের আঘাতে কেহ…..খুশিতে হাসে,
ফুলের আঘাত পেয়ে কেহ….কেঁদে ধুলায় মিশে !
পাথরের আঘাত সয় বুকে….ফুলের আঘাত সয় না;
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না !
ভাল যারে বাসিয়াছ….ভালবেসেই যাইও
আক্কাস দেওয়ান…..মরলে কইও
বন্ধু যেন ছোঁয় না !
পর মানুষে দুঃখ দিলে গাওয়া রিংকুর প্রথম একক অ্যালবাম ‘জগৎ বন্ধু’। রিংকুর প্রথম রবীন্দ্রসংগীত অ্যালবাম এর নাম ‘বাউল বেশে রবিঠাকুর’। এটি তাঁর অষ্টম একক অ্যালবাম।
ব্যান্ডদল গড়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। তাঁর ব্যান্ডদলটির নাম ‘আদি’। লোকসংগীতকে মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ব্যান্ডটি গড়েছেন রিংকু।
আরও দেখুনঃ