পাগল মন লিরিক্স [ Pagol Mon Lyrics ] – ইন্দ্রাণী সেন [ Indrani Sen ]

শিরোনামঃ পাগল মন লিরিক্স [ Pagol Mon Lyrics ]

গানঃ পাগল মন (পাগল’ মন রে)
গায়িকা: ইইন্দ্রাণী’ সেন [ Indrani Sen ]

পাগল মন মনরে লিরিক্স | ইন্দ্রানী সেন
ইন্দ্রাণী’ সেন

 

পাগল মন লিরিক্স

 

কে বলে পাগল

সে যেনো কোথায়

রয়েছে কতই দূরে

মন কেন এতো কথা বলে। (x2)

ও পাগল’ মন, মন রে

মন কেন এতো কথা বলে,

ও পাগল ‘মন, মন রে

মন কেন এতো কথা বলে।

মনকে আমার যত চাইযে বোঝাইতে,

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে (x2)

পাগল’ মন রে, মন কেন এতো কথা বলে

ও পাগল ‘মন, মন রে

মন কেন এতো কথা বলে।

আমি বা কে আমার মনটা বা কে

আজো পারলাম না আমার মনকে চিনিতে (x2)

পাগল ‘মন রে, মন কেন এতো কথা বলে

ও পাগল ‘মন, মন রে

মন কেন এতো কথা বলে।

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন (x2)

পাগল ‘মন রে, মন কেন এতো কথা বলে

ও পাগল’ মন, মন রে

মন কেন এতো কথা বলে,

ও পাগল ‘মন, মন রে

মন কেন এতো কথা বলে।

 

আমারো পরানো যাহা চায় | ইন্দ্রানী সেন
ইন্দ্রাণী’ সেন

 

Pagol Mon Lyrics – Roman

 

Ke bole pagol se jeno kothay

Royeche kotoi dure

Mon keno eto kotha bole

O pagol mon, mon re

Mon keno ato kotha bole

Mon ke amar jotoi chaije bojhaite

Mon amar chaay ronger ghora douraite

Ami ba ke amar mon ta ba ke

Aajo parlam na amar mon ke chinite

Ashi tolay ser hoile chollish sere mon

Mone mone ek mon na hoile milbe na ojon

O pagal mon, mon re

Mon kano ato katha bole

 

আমারো পরানো যাহা চায় | ইন্দ্রানী সেন
ইন্দ্রাণী সেন

 

 

 

 

“ইন্দ্রাণী সেন [ Indrani Sen ] ” নিয়ে বিস্তারিতঃ

ইন্দ্রাণী’ সেন একজন ভারতীয় বাঙালি গায়িকা । তিনি রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি এবং বাংলা আধুনিক গানের অ্যালবাম করেছেন । ইনি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত গায়িকা সুমিত্রা সেনের কন্যা । ইন্দ্রাণী’ সেনের বোন গায়িকা শ্রাবণী সেন।

 

আরও দেখুনঃ 

Leave a Comment