Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

পাতিয়ালা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা | সঙ্গীতের ঘরানা

পাতিয়ালা ঘরানা [ Patiala Gharana ]: বিদগ্ধ ও প্রসিদ্ধ সংগীতজ্ঞ আলী বখস এবং ফতেহ আলী খা এই দুই ভাইকে বলা হয় ‘পাতিয়ালা ঘরানা’র জনক। বড় মিয়া কালু খাঁ এবং কালে খাঁ এই ঘরানার আদি পুরুষ। বড় মিয়া কালু খাঁ সাহেবের দুই পুত্র আলী বখস ও ফতেহ আলী খাঁ প্রথমে জয়পুর ঘরানার উত্তরসূরি গোরখি বাঈ এবং পরে দিল্লি ঘরানার প্রবর্তক সংগীতজ্ঞ তানরস খাঁ সাহেবের কাছে সংগীতশিক্ষা লাভ করেন। ফলে তাঁদের গায়নরীতিতে জয়পুর ও দিল্লি উভয় ঘরানার প্রভাব বিস্তৃত হয় এবং নতুন এক গায়নশৈলীর উদ্ভব ঘটে।

Ustad Bade Fateh Ali Khan of Patiala

ওস্তাদ আলী বখস সাহেবের পুত্র বড়ে গুলাম আলী খাঁ আধুনিককালে পাতিয়ালা ঘরানার নাম সর্বাপেক্ষা উজ্জ্বল করেছেন। এই ঘরানার সর্বোচ্চ খ্যাতিমান এই গায়ক সংগীতশিক্ষা লাভ করেন ওস্তাদ কালে খাঁ সাহেবের কাছে। পাতিয়ালা ঘরানার বিশিষ্ট শিল্পীবৃন্দের মধ্যে বড় মিয়া কালু খাঁ, ওস্তাদ আলী বখসের পুত্র বড়ে গুলাম আলী খাঁ, তাঁর পুত্র ওস্তাদ মুনাব্বার খাঁ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ঘরানার ঠুংরিতে টপ্পার ভাব বেশি পরিলক্ষিত হয় এবং এ ধরনের সংগীতকে বর্তমানে বলা হয় পাঞ্জাবি ঠুংরি।

ওস্তাদ মুনাওয়ার আলী খান, কণ্ঠশিল্পী [কসুর-পাটিয়ালা, বড়ে গুলাম আলী খানের ছেলে] Ustad Munawar Ali Khan, Vocalist of Kasur-Patiala [ Son of Bade Ghulam Ali Khan ]

পাতিয়ালা ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Patiala Gharana ] :

ওস্তাদ আমানত আলী খান পাতিয়ালা ঘরানা [ Ustad Amanat Ali Khan Patiala Gharana ]

পাতিয়ালা ঘরানার শিল্পীরা:

১৯ শতক:

 

ওস্তাদ রাজা আলী খান, কণ্ঠশিল্পী [কসুর-পাটিয়ালা, বড়ে গুলাম আলী খানের নাতি] Ustad Raza Ali Khan, Vocalist [ Kasur-Patiala, Grandson of Bade Ghulam Ali Khan ]

২০ শতক:

ওস্তাদ ফতেহ আলী খান পাতিয়ালা ঘরানা [ Ustad Fateh Ali Khan of Patiala Gharana ]

একবিংশ শতাব্দী:

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Exit mobile version