পারবো না আমি লিরিক্স [ Parbo Na Ami Lyrics ] । অরিজিৎ সিং । Arijit Singh

পারবো না আমি লিরিক্স [ Parbo Na Ami Lyrics ]

অরিজিৎ সিং । Arijit Singh

 

 

 

অরিজিৎ সিং (জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। [১]। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়।

কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে। সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশকয়েকজন সংগীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন।

তাঁর বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির পির মোহাবাত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা পায়।

তবে ২০১৩ সালে মুকেশ ভাট এর আশিকি ২ মুভিতে কয়েকটি গানে কন্ঠ দেয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

 

পারবো না আমি লিরিক্স [ Parbo Na Ami Lyrics ] । অরিজিৎ সিং । Arijit Singh

পারবো না আমি লিরিক্স

ভাললাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে (২বার)
এলোমেলো মনটাকে কি করে আর কে রাখে
কেন আমি এত করে তোকে চাই
পারবোনা— আমি ছাড়তে তোকে
পারবোনা— আমি ভুলতে তোকে,
হোয়ে জা না রাজি একবার….

ভাললাগে চাইলে তুই আড় চোখে
চাইছি তোর ওই দুচোখ আর তোকে (২বার)
এলোমেলো দিশ করে, সারাটা দুপুর ধরে
বসে বসে বুনে চলি কল্পনায়…
পারবোনা—আমি ছাড়তে তোকে
পারবোনা— আমি ভুলতে তোকে,
হোয়ে জা না রাজি একবার….

দেখা দিয়ে তুই যদি চলে যাস
কি কারনে বল এত কিছু চাস
আমিও কি, চেয়ে বসি তোর কাছে
সাদাসিধে মন করে কি এখন
কি কারনে বল এত উচাটন
আমিও কি পেয়ে বসি তোর কাছে
কথা.. ছিলো, কথা রাখার, আমায় ডাকার
পারবোনা— আমি ছাড়তে তোকে
পারবোনা— ছেড়ে বাঁচতে তোক
হোয়ে জা না রাজি একবার….

Parbo Na Ami Lyrics

Vallage haat-te tor hath dhore
Vabna tor asche din rat dhore
Elomelo mon-take,
ki kore aar ke rakhe
Keno ami eto kore toke chai
Parbona… ami charte toke
Parbona… chere banchte toke
Hoye ja na raji ekbar…

vallage caile tui are cokhe
Caichi tuke aai doicokhe aar tuke(2x)
Alomelo dis kore, sarata dupor dhure
Bose bose bone coli kolponai
Parbona…ami carte toke
Parbona….cara banchte toke
Hoye ja na raji ekbar….

পারবো না আমি লিরিক্স [ Parbo Na Ami Lyrics ] । অরিজিৎ সিং । Arijit Singh

Leave a Comment