Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

পাষান বন্ধু রে ভুল করেছি [ Pashan Bondhu Re Bhul Korechi ]

পাষান বন্ধু রে ভুল করেছি
রুনা দেওয়ান

পাষান বন্ধু রে ভুল করেছি” গানটি একটি বাংলা বাউল গান । গানটি  গেয়েছেন সংগীতশিল্পী রুমা দেওয়ান । 

পাষান বন্ধু রে ভুল করেছি [ Pashan Bondhu Re Bhul Korechi ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুমা দেওয়ান 

গানের জনরাঃ বাউলসংগীত 

পাষান বন্ধু রে ভুল করেছি [ Pashan Bondhu Re Bhul Korechi ]

পাষাণ বন্ধুরে এ এ,
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
মন কাড়িলি প্রথম আমার,
মিষ্টি কথা দিয়া রে বেঈমান
মধু মাখা হাসি দিয়া
বুকে ঝড় তুলিয়া।।
ও তোর প্রেমের টানে
জীবন যৌবন দিলাম সঁপিয়া আ আ

ভুল কইরাছি তোরে,

রুমা দেওয়ান
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
জানতাম যদি মুখের কথায়,
ছিল বিষ মাখা রে বেঈমান,
করতাম না প্রেম এই জীবনে,
থাকিতাম একা।।
এখন বুকের মাঝে চিতার অনল
জ্বলে রইয়া রইয়া আ আ।
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
এত দিনের ভালোবাসা,
গেলিরে ভুলিয়া রে বেঈমান,
না জানিয়া না বুঝিয়া,
গেলিরে চলিয়া।।
এখন তুই বিহনে পরাণ আমার
যায়রে কান্দিয়া আ আ।
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
পাষাণ বন্ধুরে এ এ,
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।।
পাষাণ বন্ধুরে এ এ
ভুল কইরাছি তোরে
ভালোবাসিয়া।

বাউলসংগীতঃ

বাউল

পাষান বন্ধু রে ভুল করেছি গানটি বাউল গান। বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে।

বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। বাউলের ভূখণ্ড তার দেহ, পথপ্রদর্শক তার গুরু, জীবনসঙ্গী নারী, সাধনপথ বলতে সুর, আর মন্ত্র বলতে একতারা। ভিক্ষা করেই তার জীবনযাপন।

আরও দেখুনঃ 

Exit mobile version