তোরে পুতুলের মত লিরিক্স,
পুতুলের মত লিরিক্স | tore putuler moto lyrics | kumar bishwajit
তোরে পুতুলের মত সাজিয়ে লিরিক্স
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু’চোখের জানালায় জাগে রে
তোরে রংধনু সাত রঙ রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখবো
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোর ভাবনার করিডোরে সারাদিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করে আমি রাখবো
আর শূন্য জীবনে আমারই
অনিমেষ জড়িয়ে যে রাখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে ।।
আমি নেই নেই নেই রে
কুমার বিশ্বজিৎ:
কুমার বিশ্বজিৎ (জন্মঃ ১ জুন ১৯৬৩)[১] একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অধীন চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।