Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

পৃথিবীটা নাকি ছোট লিরিক্স | Prithibita naki choto hotey hotey lyrics | Moheener Ghoraguli

পৃথিবীটা নাকি ছোট লিরিক্স | Prithibita naki choto hotey hotey lyrics | Moheener Ghoraguli

 

 

Moheener Ghoraguli

 

মহীনের ঘোড়াগুলি ১৯৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ড। এটি ভারতের প্রথম রক ব্যান্ড যা ১৯৭০-এর দশকের মাঝ পর্বে কলকাতায় যাত্রা শুরু করে।

গৌতম চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, এব্রাহাম মজুমদার, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়, এই সাত জন সঙ্গীতশিল্পী সহকারে নব্বই দশকের পর তারা ব্যাপকভাবে ভারতীয় রক যুগের কিংবদন্তী, দূরদৃষ্টিসম্পন্ন এবং সর্বাধিক প্রভাবশালী আভা-গার্দ সঙ্গীতদল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে।

আমেরিকান, লাতিন, রক, জ্যাজ, লোক, বাউল বিভিন্ন সঙ্গীত ধারায় নিরীক্ষামূলক কাজ এবং এসবের প্রভাবের মিশ্রণ থাকায় এই সঙ্গীত দলকে যে কোনো একটি সঙ্গীত শৈলী অনুসারে শ্রেণীভুক্ত বা আলাদা করা কঠিন হবে।

তবে বাউল সঙ্গীত এবং বাংলা রক ধারায় লোক ঐতিহ্যের স্বাধীনচর্চার পাশাপাশি প্রায়ই উদ্ভাবনী উপায়ে শাস্ত্রীয় উপাদান একত্রিত করার কারণে মহীনের ঘোড়াগুলিকে লোক-রক সঙ্গীত ব্যান্ড বলা যেতে পারে।

 

Song: Prithibita Naki Choto Hote Hote
Singer: Moheener Ghoraguli
Album: Aabar Bachhor Kuri Pore
Lyricist: Goutam Chatterjee
Music: Goutam Chatterjee And Pallab Roy

 

পৃথিবীটা নাকি ছোট লিরিক্স | Prithibita naki choto hotey hotey lyrics | Moheener Ghoraguli

 

 

পৃথিবীটা নাকি ছোট লিরিক্স বাংলা :

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা…
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা…
ভেবে দেখেছো কী…?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী…?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা…
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা…
ভেবে দেখেছো কী…?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী
আ হা…
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা…
ভেবে দেখেছো কী…?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…!!!
ভেবে দেখেছো কী…?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে…!!!

Prithibita naki choto hotey hotey lyrics in english :

Prithibita Naki Choto Hote Hote
Syatelait Eer Keboler Hate
Drawingrume Rakha Boka Bakshote Bondi
Aa Ha…
Ghore Bose Sara Duniyar Sathe
Jogajog Aj Hater Muthote
Ghuce Geche Besh Kal Simanar Gondi
Aa Haa…
Vebe Dekhecho Ki…?
Tararao Joto Alokborrsho Dure
Taro Dure
Tumi Ar Ami Jay Krome Sore Sore…!!!
Vebe Dekhecho Ki…?
Tararao Joto Alokborrsho Dure
Taro Dure Tumi Ar Ami Jay Krome Sore Sore
Sari Sari Mukh Ashe Aar Jay
Nesator Cokh Tv Porday
Pokamakorer Aguner Sathe Sondhi
Aa Ha…
Pashapashi Bose Eksathe Dekha
Eksathe Noy Ashole Je Eka
Tomar Amar Varater Noya Fondi
Aa Haa…
Vebe Dekhecho Ki…?
Tararao Joto Alokborrsho Dure
Taro Dure
Tumi Ar Ami Jay Krome Sore Sore…!!!
Swopno Becar Corakarbar
Jaygato To Ney Tomar Amar
Cokh Dhadhanor Ei Khela Sudhu Bondi
Aa Haa…
Tar Ceye Eso Khola Janalay
Poth Vul Kore Kono Rastay
Hoyto Peleo Pete Pari Aro Songi
Aa Haaa…
Vebe Dekhecho Ki…?
Tararao Joto Alokborrsho Dure
Taro Dure
Tumi Ar Ami Jay Krome Sore Sore…!!!
Vebe Dekhecho Ki…?
Tararao Joto Alokborrsho Dure
Taro Dure
Tumi Ar Ami Jay Krome Sore Sore…!!!
আরও দেখুন :
Exit mobile version