পৃথিবীর যত সুখ লিরিক্স [ Prithibir Joto Shukh Lyrics ] পৃথিবীর যত সুখ লিরিক্স, গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি।
![পৃথিবীর যত সুখ লিরিক্স [ Prithibir Joto Shukh Lyrics ] । হাবিব ও ন্যান্সি । Habib & Nancy 1 পৃথিবীর যত সুখ লিরিক্স [ Prithibir Joto Shukh Lyrics ] । হাবিব ও ন্যান্সি । Habib & Nancy](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-02T031040.719-300x157.jpg)
পৃথিবীর যত সুখ লিরিক্স [ Prithibir Joto Shukh Lyrics ] । হাবিব ও ন্যান্সি । Habib & Nancy
পৃথিবীর যত সুখ লিরিক্স
সবই যে তোমায় দেবো, একটাই এই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
সবই যে তোমায় দেবো, একটাই এই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
এ হৃদয়ে রাঙানো
ভালোবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে
দু’বাহু বাড়িয়ে
ভেসে স্বপ্ন ডানা মেলবো হেসে
এক পলকেই পৌঁছে যাবো
রুপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে
আকাশে হারিয়ে
যত্নে রেখো গো তুমি
রং তুলিতে আঁকবো ঘর
রুপ কুমারীর দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
সবই যে তোমায় দেবো, একটাই এই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
![পৃথিবীর যত সুখ লিরিক্স [ Prithibir Joto Shukh Lyrics ] । হাবিব ও ন্যান্সি । Habib & Nancy 3 পৃথিবীর যত সুখ লিরিক্স [ Prithibir Joto Shukh Lyrics ] । হাবিব ও ন্যান্সি । Habib & Nancy](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-02T031052.359-300x157.jpg)
হাবিব ওয়াহিদের জন্ম ১৫ অক্টোবর ১৯৭৯। তিনি একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত। হাবিব বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত।
স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন।
এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গেয়েছেন।
জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি কে সাথে নিয়েই উপহার দিয়েছেন বেশির ভাগ গান। হাবিব ওয়াহিদ সদ্য সুপারস্টার দেব অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিন্দাস চলচ্চিত্রে তোমাকে ছেড়ে আমি শিরোনামে গান গেয়েছেন। তার সহশিল্পী ছিলেন তুলসী কুমার।
- এই রাত তোমার আমার লিরিক্স [ Ei Raat Tomar Amar Lyrics ] । হেমন্ত মুখোপাধ্যায় । Hemanta Mukherjee
- কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh
- আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury
- মানুষ একটা লিরিক্স [ Manush Ekta Lyrics ] । গামছা পলাশ । Gamcha Palash
- দুলে কা সেহরা লিরিক্স [ Dulhe ka sehra lyrics ] । নুসরাত ফতেহ আলী খান । Nusrat Fateh Ali Khan