Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

প্রথম দেখার কালে লিরিক্স | Prothom dekhar kale lyrics | Mujib pardeshi

প্রথম দেখার কালে লিরিক্স,

গানটিতে কথা ও সুর দিয়েছেন  মুজিব পরদেশী।

 

প্রথম দেখার কালে লিরিক্স | Prothom dekhar kale lyrics | Mujib pardeshi

 

মুজিব পরদেশী

 

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে লিরিক্স

 

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে

দিনে রাইতে তোমায় আমি,

দিনে রাইতে তোমায় আমি  খুঁইজা মরিরে

আমার সোনা বন্ধুরেতুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরেতুমি কোথায় রইলারে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

ভুলিবেনা মোরেএই জীবন গেলে

ভুলিবেনা মোরেএই জীবন গেলে

যদি না পাই তোমারেআমার জীবনের তরে

যদি না পাই তোমারেআমার জীবনের তরে

সোনার জীবন অঙ্গার হইব,

সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে

আমার সোনা বন্ধুরেতুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরেতুমি কোথায় রইলারে

ভুলতে পার বন্ধু তুমিআমি ভুলি নাই

ভুলতে পার বন্ধু তুমিআমি ভুলি নাই

পরকালে যেন বন্ধুএকবার তোমায় পাই

মরণকালে যেন বন্ধুএকবার তোমায় পাই

যদি না পাই সেকালে প্রেম যাইব বিফলে

যদি না পাই সেকালেপ্রেম যাইব বিফলে

তখন কিন্তু বলব আমি,

তখন কিন্তু বলব আমি

প্রেম কিছুই নারে .

আমার সোনা বন্ধুরেতুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরেতুমি কোথায় রইলারে

আমার প্রাণের বন্ধুরেতুমি কোথায় রইলারে

 

prothom dekhar kale bondhu kotha diyechile lyrics in english

 

Amar sona bondhu re tumi kothay roila re
Dine raite tomay ami khuija mori re

Prothom dekhar kaale bondhu
Kotha diye chile
Vulibe na more e jibon gele
Jodi na pai tomare amr jiboner tore
Sonar jibon angar hoibo
Tomar laiga re

Vulte paro bondhu tumi ami vuli nai
Porokale jeno bandhu ekbar tomay pai
Moron kaale jeno bondhu ekbar tomay pai
Jodi na pai se kale prem jaibo bifole
Tokhon kintu bolbo ami
Prem kichui na re
Amar shona bondhu re tumi kothay roila re

 

 

মুজিব পরদেশী

মুজিব পরদেশী:

তাঁর পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন।[১] ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন।[১] ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন।[১] শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান[১], ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন।[২][৩] তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন।

মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা।’মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন’ গানটি শোনেনি এমন সংগীতপ্রিয় লোক বাংলাদেশে কম। গানটির শিল্পী মুজিব পরদেশি। আশির দশকের শেষে এবং নব্বই দশকের প্রথম জুড়ে মুজিব পরদেশি আমাদের দেশের গ্রাম-গঞ্জের মানুষের প্রিয় শিল্পী ছিলেন।

পরদেশি মূলত ছিলেন তবলা বাদক। এদেশে ক্যাসেট শিল্পের প্রভাবের শুরুতে তিনি ক্যাসেটের মাধ্যমে গায়ক হিসেবে আত্নপ্রকাশ করেন। নিজের কথা ও সুরে গান গেয়ে তিনি নিজের একটা আসন গ্রাম-গঞ্জের মানুষের মনে করতে পেরেছিলেন। তার অনেক গান জনপ্রিয়তার শীর্ষে ছিল। তার মধ্যে কান্দিস না রে বিন্দিয়া, তোমাকে আমার মনে চায়, সাদা দিলে কাদা দিয়া গেলি, কলমে কি নাই কালি, লোকে বলে মন দিয়া ইত্যাদি উল্লেখযোগ্য।

তখনকার ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোছনা’তে মুজিব পরদেশি একটি গান গেয়েছিলেন, ‘আমি বন্দী কারাগারে’ শিরোনামে, তখন অত্যান্ত জনপ্রিয় হয়েছিল। দক্ষিণ বঙ্গের প্রখ্যাত কবিয়াল বিজয় সরকার এর গান নিয়ে মুজিব একটি এ্যালবাম করেছিলেন, ‘যা বিজয় বিচ্ছেদ’ নামে পাওয়া যায়।

 

 

মুজিব পরদেশী

 

আরও দেখুনঃ

 

 

Exit mobile version