প্রভু তুমি বলেছ লিরিক্স [ Provu Tumi Bolecho Lyrics ]
আব্দুন নূর । Abdun Nur
গজল
গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে।
পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।
গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।
গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়।
প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন।
পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।
প্রভু তুমি বলেছ লিরিক্স [ Provu Tumi Bolecho Lyrics ] । আব্দুন নূর । Abdun Nur
প্রভু তুমি বলেছ লিরিক্স
Provu Tumi Bolecho Lyrics
আরও দেখুনঃ
- ছেঁড়া স্বপ্ন লিরিক্স [ Chera Shopno Lyrics ] । অর্থহীন । Aurthohin
- একতারা তুই লিরিক্স [ Ektara Tui Lyrics ] । শাহনাজ রহমত উল্লাহ । গাজী মাজহারুল আনোয়ার
- রঞ্জনা লিরিক্স [ Ranjana Lyrics ] । অঞ্জন দত্ত । Anjan Dutt
- মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan
- শ্যাম কালিয়া লিরিক্স [ Shyam Kalia Lyrics ] । বাপ্পা মজুমদার । Bappa Mazumder