জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী । শিল্পী জীবনী

বাংলা সঙ্গীত জগতের গর্ব্ব এবং বিষ্ণুপুর ঘরানার অন্যতম প্রতিভু জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী ১০৯২ খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের সাঙ্গীতিক পরিবেশে গোস্বামী বংশে করেন। তাঁর পিতার নাম নকুল চন্দ্র গোস্বামী। কাকা রাধিকা প্রসাদ গোস্বামী। তৎকালীন সঙ্গীতাকাশে তিনি বিষ্ণুপুর ঘরানার প্রথিতযশা শিল্পী ছিলেন যা সৰ্ব্বজনবিদিত। রাধিকাপ্রসাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিজের নিষ্ঠা ও অধ্যাবসায়ের গুণে বাল্যকালেই জ্ঞানেন্দ্রপ্রসাদ সঙ্গীতে সবিশেষ পারদর্শিতা অর্জন করেন।

 

জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী । শিল্পী জীবনী

 

জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী । শিল্পী জীবনী

তাঁর উদাত্ত এবং সুরেলা কণ্ঠ শ্রোতাবৃন্দকে অতি সহজেই আকৃষ্ট করত। তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী ও ভাবপ্রবণ ছিলেন। আজও আকাশবানীতে প্রচারিত তাঁর রেকর্ডগুলি বিশেষ আকর্ষনীয়। এই রেকর্ডগুলির মাধ্যমে শ্রীগোস্বামীর সঙ্গীত প্রতিভার আংশিক পরিচয় মেলে।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি কবি নজরুল ইসলামের বহু গানে সুরারোপ করেছেন এবং গেয়েছেন। তাঁর পরিবেশিত, দুর্গা, জয়জয়ন্তী, ছায়ানট, দরবারীকানাড়া ইত্যাদি, রাগের গান তাঁর প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন। ১৯৪৫ খ্রিস্টাব্দে মাত্র ৪৩ বৎসর বয়সে তাঁর জীবনদীপ নির্ব্বাপিত হয়, বাঙালি তথা ভারতের সঙ্গীত জগতে এই অপূরণীয় ক্ষতি আজও কোন সাধক পূর্ণ করতে পারেন নি।

 

জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী । শিল্পী জীবনী

 

Leave a Comment