প্রাণ ধরিয়া লিরিক্স | Pran dhoriya lyrics | Emon chowdhory

 প্রাণ ধরিয়া লিরিক্স,

গানটির শিল্পী ইমন চৌধুরী। তিনি  একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক। তিনি চিরকুট সঙ্গীতদলের গিটারবাদক, ম্যান্ডোলিন বাদক ও সঙ্গীত পরিচালক। মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

প্রাণ ধরিয়া লিরিক্স | Pran dhoriya lyrics | Emon chowdhory

 

আমার প্রাণ ধরিয়া মারো টান লিরিক্স | amar pran dhoriya maro tan lyrics | emon chowdhory

আমার প্রাণ ধরিয়া মারো টান লিরিক্স

 

আমার প্রান ধরিয়া মারো টান

মনটা করে আনচান

আমার প্রান ধরিয়া মারো টান,

মনটা করে আনচান।

জোয়ার নদীর উতল বুকে,

প্রেমের নৌকা উজান বায়,

জোয়ার নদীর উতল বুকে,

প্রেমের নৌকা উজান বায়।

বারে বারে বন্ধু তোমায়,

দেখিতে মন চায়

বারে বারে বন্ধু তোমায়,

দেখিতে মন চায়। (x2)

হো.. আমি তোমার ইচ্ছে ঘুড়ি,

যেমন উড়াও তেমন উড়ি

স্বপ্ন গুলো মুঠোয় নিয়ে

কেমন লুকোচুরি (x2)

বন্দি করে রাখব তোমায়,

ভালোবাসার জেলখানায় (x2)

বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়,

আমার প্রান ধরিয়া মারো টান

মনটা করে আনচান (x2)

জোয়ার নদীর উতল বুকে,

প্রেমের নৌকা উজান বায়,

জোয়ার নদীর উতল বুকে,

প্রেমের নৌকা উজান বায়।

বারে বারে বন্ধু তোমায়,

দেখিতে মন চায়

বারে বারে বন্ধু তোমায়,

দেখিতে মন চায়।

আমার প্রাণ ধরিয়া মারো টান লিরিক্স | amar pran dhoriya maro tan lyrics | emon chowdhory

amar pran dhoriya maro tan lyrics in english

 

Amar praan dhoriya maaro taan
Monta kore aanchaan
Jowar nodir otol buke
Premer nouka ujaan baay
Bare bare bondhu tomay dekhite mon chay

Ami tomar icchey ghuri
Jemon orao temon uri
Shopno gulo muthoy niye kemon lukochuri

Bondi kore rakhbo tomay valobashar jailkhana
Bare bare bandhu tomay dekhite mon chay

আমার প্রাণ ধরিয়া মারো টান লিরিক্স | amar pran dhoriya maro tan lyrics | emon chowdhory

ইমন চৌধুরী:

ইমন নরসিংদী জেলায় বেড়ে ওঠেন। তার বাবা মতিউর রহমান চৌধুরী নরসিংদী নজরুল একাডেমির অধ্যক্ষ এবং মা হেলেনা একজন সঙ্গীতজ্ঞ। তার সঙ্গীত ও গিটারের তালিম নেওয়া শুরু হয় তার বাবার কাছ থেকে। পরবর্তীকালে তিনি নরসিংদীর সঞ্চয়ের কাছেও গিটার শিখেন।

ইমন ২০১৫ সালের ১২ই নভেম্বর ফারজানা নীপা জেরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জেরী তার মামাতো বোন। তাদের এক কন্যা সন্তান রয়েছে।

মিউজিশিয়ান হিসেবে নিজের দক্ষতার পরিচয় তিনি বহুবার দিয়েছেন। তার গিটারের জাদু মুগ্ধ করে সবাইকে, তার সঙ্গীতায়োজন একটি গানকে দেয় ভিন্ন মাত্রা। তিনি ইমন চৌধুরী। তরুণ প্রজন্মের অন্যতম গুণী সঙ্গীত পরিচালক তিনি।

 

YaifwwriN4BzRFCyqbslL4 প্রাণ ধরিয়া লিরিক্স | Pran dhoriya lyrics | Emon chowdhory
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

শ্রোতা-সমালোচকদের প্রশংসায় ইমন ভাসছেন অনেক দিন ধরে। তবে এবার তার প্রাপ্তির মুকুটে যুক্ত হয়েছে সেরা পালক। তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে তিনি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ লাভ করেছেন।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে প্রকাশ করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। সেখানে জ্বলজ্বল করছে ইমন চৌধুরীর নামও। কবি মাসুদ পথিক পরিচালিত ‘মায়া: দ্য লস্ট মাদার’-এর সঙ্গীত পরিচালনার জন্য ইমন এই পুরস্কার লাভ করেছেন।

এই প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত ইমন চৌধুরী। বললেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমদের দেশের সিনেমার সর্বোচ্চ সম্মাননা। এখানে পুরস্কৃত হতে পারা সত্যিই আনন্দের, গৌরবের। আমার কাজের যেই সম্মান রাষ্ট্র দিয়েছে, সেটার মর্যাদা আমি রক্ষা করব। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করব।

ইমন চৌধুরীর জন্ম নরসিংদীতে। তার বাবা বিটিভির একজন তালিকাভূক্ত শিল্পী। তাই সঙ্গীতে বাবার কাছেই তার হাতেখড়ি। তারপর ধীরে ধীরে তিনি বড় হয়েছেন, আর সঙ্গীতকে আরও গভীরভাবে ধারণ করেছেন নিজের মধ্যে।

অর্ধ যুগের বেশি সময় ধরে সঙ্গীত পরিচালনা করছেন ইমন চৌধুরী। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে মিনারের ‘দেয়ালে দেয়ালে’ ও ‘কি করি’, শাহরুখ কবিরের ‘জন্মকথা’, বেলাল খান ও পূজার ‘দোজখ’ এলিটা-মাহাদীর ‘অনুভূতি’, তাহসানের ‘ভালোবাসি তাই’ ইত্যাদি।

এছাড়া ইমনের নিজের কণ্ঠে ‘আমার প্রাণ ধরিয়া মারো টান’ শীর্ষক গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একক ক্যারিয়ারের বাইরে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর গিটারিস্ট, ম্যান্ডোলিন বাদক ও সঙ্গীত পরিচালক তিনি।

 

আমার প্রাণ ধরিয়া মারো টান লিরিক্স | amar pran dhoriya maro tan lyrics | emon chowdhory

 

আরও দেখুনঃ

Leave a Comment