প্রেম আমার লিরিক্স [ Prem Amar Lyrics ]
জিৎ গাঙ্গুলী । Jeet Gannguli
কুণাল গাঞ্জাওয়ালা ও জুন ব্যানার্জি । Kunal Ganjawala & June Banerjee
কুণাল গাঞ্জাওয়ালা একটি জনপ্রিয় গায়ক যার গান বেশিরভাগ হিন্দি এবং কন্নড় ছায়াছবি দেখানো হয়। তিনি মারাঠি, বাংলা ও ভারতের অন্যান্য সরকারী ভাষায় গাওয়া হয়েছে।
কুণাল জিংলেস গাওয়া দ্বারা তার কর্মজীবন শুরু করেন। তিনি গান “ভীগে হথ তেরে” ফিল্ম থেকে হিন্দি এ অভিনয় করেন মার্ডার ২০০৪ সালে তার প্রথম সবচেয়ে বড় আঘাত ছিল।
গান তাকে ২০০৫ সালে শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে জি সিনে পুরস্কার লাভ করেন তিনি ২০০৫ সালে চলচ্চিত্র আকাশ থেকে গান “নীনে নীনে” সঙ্গে কন্নড় এ অভিনয় করেন।
প্রেম আমার লিরিক্স [ Prem Amar Lyrics ] । কুণাল গাঞ্জাওয়ালা ও জুন ব্যানার্জি । Kunal Ganjawala & June Banerjee । জিৎ গাঙ্গুলী । Jeet Gannguli
প্রেম আমার লিরিক্স
ধীকি ধীকি জ্বালা বুকের মাঝে
এ প্রেমের ফাগুনে
গোলে যায় মন মোমের মত
হৃদয়ের আগুনে
মনে যন্তনা প্রেমে সান্তনা
তবু আশা কি থামে
কিছু স্বপ্ন যে পেল রং খুজে
আজ তোমারই নামে
প্রেম আমার ওহো প্রেম আমার
প্রেম আমার এহে প্রেম আমার
এই আগুন পেল যে ছোয়া
পড়ে মন ওঠেনা ধোঁয়া
নীল আন্ধকার প্রেম বারেবার
এই বুকে ঢেউ তোলে
বাধ ভাঙ্গা সুখ লাজে রাঙা মুখ
তোলে স্বপ্নেরই মনে
প্রেম আমার ও হো প্রেম আমার
দু চোখে প্রেমেরই নেশা
খোজে আজ শরীরের ভাষা
সব চুপ কথা হই রূপকথা
চাঁদ মেঘে যে ঢাকে
মনে রং মাখে স্বপ্ন বাকে
ভালবাসারই দানে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার এ হে প্রেম আমার
Prem Amar Lyrics
Dhiki dhiki jwala buker majhe
E premer fagune
Gole jay mon momer moto
Hridoy-er agune [x2]
Mone jontrona nei shantona
Tobu asha ki thame
Kichu swapno je pelo rong khuje
Aaj tomari naame..
Prem amar o prem amar..
Prem amar yea prem amar.. [x2]
Ei agun dilo je chowa
Pore mon othey na dhowa [x2]
Nil ondhokar prem baare-baar
Ei buke dheu toley
Bandh bhanga sukh
Laaje ranga mukh
Doley shopneri kone..
Prem amar o prem amar..
Prem amar yea prem amar.. [x2]
Du chokhe premeri nesha
Khoje aaj shoriri bhasha [x2]
Shob chup kotha hoy rupkotha
Chand meghe je dhake
Mone rong makhe
Swapno anki, Bhalobashari daage
Prem amar o prem amar..
Prem amar yea prem amar.. [x2]
প্রেম আমার লিরিক্স [ Prem Amar Lyrics ] । কুণাল গাঞ্জাওয়ালা ও জুন ব্যানার্জি । Kunal Ganjawala & June Banerjee । জিৎ গাঙ্গুলী । Jeet Gannguli