Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

প্রেম তুমি লিরিক্স [ Prem Tumi Lyrics ] । তাহসান । Tahsan

প্রেম তুমি লিরিক্স [ Prem Tumi Lyrics ]

তাহসান । Tahsan

তাহসান রহমান খান (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৯)যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।

প্রেম তুমি লিরিক্স [ Prem Tumi Lyrics ] । তাহসান । Tahsan

প্রেম তুমি লিরিক্স

আমার কল্পনা জুড়ে

যে গল্পেরা ছিলো

আড়ালে সব লুকোনো

সেই গল্পেরা সব

রঙিন হল পলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেন

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী

আমার কল্পনা জুড়ে

যে গল্পেরা ছিলো

আড়ালে সব লুকোনো

সেই গল্পেরা সব

রঙিন হল পলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেন

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী,

অভিমানী..

সব থেকেও কি যেন নেই

তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে

আমার ভাল লাগা গুলো সব

তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী

চেয়ে থাকা দূর বহুদূর

যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায়

এসোনা আর একটি বার

স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী

Prem Tumi Lyrics

Amar Kolpona Jure Je Golpera Chilo
Arale shob lukono Sei golpera shob
Rongeen holo poloke
Tomake hotath peye jeno
Prem Tumi Ashbe Evabe
Abar Hariye Jabe Bhabi
Aajo ache se poth
Sudhu nei tumi
Bolo kothay acho abhimane
Abhimane

Shob theke-o ki jeno nei
Tomake tai khuje jai protikhone
Amar bhalolaga gulo shob
Tomay ebe saaje rooj rooj ei mone

Cheye thaka ar dur bohudur
Je pothe aajo roye gecho
smiritir patay Eshona ar ektibaar
shopno joto sajate abar
suncho ki amay

প্রেম তুমি লিরিক্স [ Prem Tumi Lyrics ] । তাহসান । Tahsan

আরও দেখুনঃ

আহা আজি এ বসন্তে গানের লিরিক্স | aha aji e bosonte lyrics | রেজওয়ানা চৌধুরী বন্যা | রবীন্দ্রনাথ ঠাকুর

 

Exit mobile version