“ফিরে আয় না” গানটি একটি আবেগপ্রবণ বাংলা আধুনিক গান, যেখানে বিচ্ছেদ ও ভালোবাসার গভীরতা হৃদয় ছুঁয়ে যায়। গানটির গীতিকার হলেন আবদুল কাদের তুহিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমাস মিহাদ। তাঁদের সংবেদনশীল লেখা ও সুর মিলে গানটিকে এক মর্মস্পর্শী আবেদন দিয়েছে।
গানটিতে এক প্রেমিকের করুণ আর্তি উঠে এসেছে, যিনি প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় বারবার ডেকে যাচ্ছেন। “ফিরে আয় না”—এই অনুরোধ যেন প্রতিটি কথায় স্পষ্ট, এবং সেটি গানটির সুর ও সঙ্গীতায়োজনের মধ্যেও দারুণভাবে প্রতিফলিত হয়েছে।
এই গানটি প্রেম ও বিরহের সংবেদনশীল মুহূর্তগুলোর প্রতিনিধিত্ব করে, যেখানে ভালোবাসার মানুষ হারিয়ে গিয়ে থেকেও যেন থেকে যায় প্রতিটি নিঃশ্বাসে।
ফিরে আয় না লিরিক্স [ Fire Ay Na Lyrics ] । আবদুল কাদের তুহিন । Abdul Kader Tuhin
ফিরে আয় না লিরিক্স
সে সব বোঝে তবু দেখে না
লুকিয়ে থাকে আড়ালে
তারে দেখেও চেনা যায় না
ধূসর স্বপ্নে সে এলে
সে সব বোঝে তবু দেখে না
লুকিয়ে থাকে আড়ালে
তারে দেখেও চেনা যায় না
ধূসর স্বপ্নে সে এলে
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায় না
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয় না
আমি যত চাই ভুলতে তারে
তবুও ভোলা যায় না
এখন তো কোনো ভোরবেলায়
কেউ এসে দেখা দেয় না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না
ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায় না
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয় না
ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায় না
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয় না
Fire Ay Na Lyrics
Se Sob Bojhe Tobu Dekhe Na
Lukiye Thake Arale
Tare Dekheo Cena Jay Na
Dhusor Swopne Se Ele
Se Sob Bojhe Tobu Dekhe Na
Lukiye Thake Arale
Tare Dekheo Cena Jay Na
Dhusor Swopne Se Ele
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Fire Ay Na, Fire Ay Na
Tui Chara Valo Thaka Jay Na
Tor Bayna, Sob Bayna
Sob Vule Fire Cole Ay Na
Ami Joto Chay Vulte Tare
Tobu O Vola Jay Na
Akhon To Kono Vorbelay
Keu Ese Dekha Dey Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Ami Obelay Khuje Beray
Tobu O Dekha Pai Na
Fire Ay Na, Fire Ay Na
Tui Chara Valo Thaka Jay Na
Tor Bayna, Sob Bayna
Sob Vule Fire Cole Ay Na
Fire Ay Na, Fire Ay Na
Tui Chara Valo Thaka Jay Na
Tor Bayna, Sob Bayna
Sob Vule Fire Cole Ay Na