ফুলের ছোঁয়া যদি লাগে [ Phuler Choa Jodi Laage ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ মঞ্জুরুল কেমি [ Manjurul Kemi ]
ফুলের ছোঁয়া যদি লাগে
[ফুলের ছোঁয়া
(ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে)-২
(যদি আমি ছুঁয়ে দিই)-২
তবে জানি কী হবে?]-২
ফুলের ছোঁয়া
মনে মনে এত কিছু ঘটে,
জানা সে তো ছিলো না গো আগে
দূরে দূরে বসে আছি আমি
প্রাণে তবু ছোঁয়া কেন লাগে?
[যদি তুমি কাছে আসো]-২
তবে জানি কী হবে
ফুলের ছোঁয়া
[ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে]-২
[ও যদি আমি ছুঁয়ে দিই]-২
তবে জানি কী হবে?
ফুলের ছোঁয়া
কিছু কিছু ভালোবাসা আছে
যারা কিছু খেলা খেলে চলে
ভীরু ভীরু কত ইশারা যে
চুপি চুপি কত কথা বলে
ও মুখে যদি তাকে বলো
মুখে যদি তাকে বলো
তবে জানি কী হবে?
ফুলের ছোঁয়া
[ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে]-২
[যদি আমি ছুঁয়ে দিই]-২
তবে জানি কী হবে?
ফুলের ছোঁয়া
[ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে]-২
ফুলের ছোঁয়া যদি লাগে
হ্যাঁ ফুলের ছোঁয়া যদি লাগে
[ফুলের ছোঁয়া যদি লাগে]-৪
Phuler Choa Jodi Laage
[Phuler choa
(Phuler choa jodi laage
Tomar jaani koto laage)-x2
(Jodi aami chuye di)-x2
Tobe jaani ki hobe?]-x2
Phuler choa
Mone mone eto kichu ghote
Jaana se to chilo na go aage
Dure dure bose aachi aami
Prane tobu choa keno laage?
[Jodi tumi kaache aaso]-x2
Tobe jaani ki hobe?
Phuler choa
[Phuler choa jodi laage
Tomar jaani koto laage]-x2
[O jodi aami chuye di]-x2
Tobe jaani ki hobe?
Phuler choa
Kichu kichu bhalobasa aache
Jara kichu khela khele chole
Bhiru bhiru koto ishara je
Chupi chupi koto kotha bole
O mukhe jodi take bolo
Mukhe jodi take bolo
Tobe jaani ki hobe?
Phuler choa
[Phuler choa jodi laage
Tomar jaani koto laage]-x2
[Jodi aami chuye di]-x2
Tobe jaani ki hobe?
Phuler choa
[Phuler choa jodi laage
Tomar jaani koto laage]-x2
Phuler choa jodi laage
Ha phuler choa jodi laage
[Phuler choa jodi laage]-x4
গুগল নিউজে আমাদের ফলো করুন
কুমার শানু :
কুমার শানু (জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, জন্ম গ্রহণ করেন কলকাতা) ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক।[১] তিনি ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক এওয়ার্ড পান পর পর পাঁচ বছর। তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে।
তিনি ভারতীয় ছবির জন্য গানও তৈরি করেছেন এবং বলিউড ছবিও প্রযোজনা করেছেন তা নাম হচ্ছে উত্থান। বর্তমানে কুমার শানু’র দল কাজ করছে রাকেশ ভাটিয়া এর সাথে এবং তারা এক সাথে প্রযোজনা করছেন হিন্দি ছবি যা তৈরি হচ্ছে মুম্বাই এর চার জন পথ শিশুদের নিয়ে। তাদের চার জন’ই রেলওয়ে প্লাটফর্মে জুতা পালিশের কাজ করে প্রতিদিনের রুটি আর মাখনের জন্য। মিঠুন চক্রবর্তী এই ছবিতে প্রধান নায়কের ভুমিকায় অভিনয় করেছেন। সাম্প্রতিক কুমার শানু একটা কাব্যিক বাংলা ছবি হাসন রাজা এর জন্য গান গেয়েছেন, যা পরিচালনা করেছেন যুক্তরাজ্য ভিত্তিক পরিচালক রুহুল আমিন।
শানু প্যানেল বিচারক ছিলেন সনি টিভি এর ওয়ার পরিবার, ঘড়োয়া গায়কদের এক সাথে করার রিয়েলিটি সো যা ছিল জি বাংলা টিভিতে এবং একটি গানের রিয়েলিটি সো যার নাম ছিল সা রে গা মা পা – বিশ্ব সেরা।