Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ফুলে ফুলে ঢলে ঢলে [ Phule phule dhale dhale ]

ফুলে ফুলে ঢলে ঢলে
রবীন্দ্রনাথ ঠাকুর

“ফুলে ফুলে ঢলে ঢলে” গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা একটি খুবই জনপ্রিয় একটি সংগীত । রবীন্দ্রনাথ ঠাকুর এর লিখাঁ গান গুলোকে রবীন্দ্রসংগীত বলা হয় ।

ফুলে ফুলে ঢলে ঢলে [ Phule phule dhale dhale ]

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

ফুলে ফুলে ঢলে ঢলে [ Phule phule dhale dhale ]

ফুলে ফুলে ঢলে ঢলে

বহে কিবা মৃদু বায়,
ফুলে ফুলে ঢলে ঢলে

বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহূ কুহূ কুহূ গায়,

রবীন্দ্রনাথ ঠাকুর

কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়!
ফুলে ফুলে ঢ’লে ঢ’লে
বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহূ কুহূ কুহূ গায়,
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়!
ফুলে ফুলে ঢ’লে ঢ’লে
বহে কিবা মৃদু বায়,
ফুলে ফুলে ঢ’লে ঢ’লে
বহে কিবা মৃদু বায়

রবীন্দ্রনাথ ঠাকুরঃ

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গানকে রবীন্দ্রনাথ সংগীত বলে । রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর  এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী । রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সংগীতস্রষ্টা হিসেবে।

রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন।

এই মহাকবি ৭ আগষ্ট ১৯৪১ সালে ৮০ বছর বয়সে মারা যান । 

আরও দেখুনঃ 

Exit mobile version