বকুল ফুল বকুল ফুল (2013) [ Bokulful bokulful ]| জলের গান

বকুল ফুল বকুল ফুল (2013) [ Bokulful bokulful ]| জলের গান

বকুল ফুল বকুল ফুল [ Bokulful bokulful ]
বান্ডঃ জলের ‘গান
“বকুল ফুল বকুল ফুল” গানটি  বাংলাদেশের জনপ্রিয় বাউল বান্ড জলের গান গেয়েছেন তাদের অ্যালবাম অতল জলের গান থেকে ।

জলের ‘গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প।

বকুল ফুল বকুল ফুল (2013) [ Bokulful bokulful ]| জলের গান

গীতিকারঃ রাহুল আনন্দ

সুরকারঃ জলের গান

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রাহুল আনন্দ

বকুল ফুল বকুল ফুল (2013)

বকুল-ফুল বকুল-ফুল

বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।

বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।

আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে,
দুঃখে পরান ফাটে লো।

বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।

শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর,
দানাতো নাই ঘরে লো।

বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।

বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল-ফুল বকুল-ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।

YaifwwriN4BzRFCyqbslL4 বকুল ফুল বকুল ফুল (2013) [ Bokulful bokulful ]| জলের গান
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Bokulful bokulful lyrics :

Bokul Phool

Otol jOler gaan

Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili
Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili

Shaluk fuler laj naii
raite shaluk phute
raite shaluk phute
Shaluk fuler laj naii
raite shaluk phute
raite shaluk phute
Zar soune zar bhalobasha
Zar soune zar bhalobasha
seito maja lute

Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili
Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili

amar jamai dhan ba
harindanar math
harindanar math
amar jamai dhan ba
harindanar math
harindanar math
sona dehe ghaam jhar
sona dehe ghaam jhar
deikha paran fate

Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili
Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili

shaon bhaadar mase
Jamai ador kore
Jamai ador kore
shaon bhaadar mase
Jamai ador kore
Jamai ador kore
icche jamai karabo aadar
icche jamai karabo aadar
danato nai ghare

Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili
Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili

Shaluk fuler laj naii
raite shaluk phute
raite shaluk phute
Shaluk fuler laj naii
raite shaluk phute
raite shaluk phute
Zar soune zar bhalobasha
Zar soune zar bhalobasha
seito maja lute

Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili
Bokul ful, bokul ful
sona dia haath kan vandhaili

 

 

জলের গানঃ

বকুল ফুল বকুল ফুল [ Bokulful bokulful ]
বান্ডঃ জলের’ গান

জলের’ গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। জলের; গানের কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে ।

ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের ‘গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।

২০০৬ সালে এই ব্যান্ড বিশ্ব সুফি উৎসব, গ্লাসগো, স্কটল্যান্ডে অংশ নেয়। সেসময় জলের; গান স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় গান করেন। সেখানে তারা পৌরাণিক আধ্যাত্মিক গান করে। এডিনবার্গে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘরে তারা পারফর্ম করেছিলেন।

তাদের জনপ্রিয় অ্যালবাম গুলো হলো

১. অতল জলের’ গান

২. পাতালপুরের গান

৩. নয়ন জলের গান

 

 

আরোও দেখুনঃ 

Leave a Comment