বড় আশা করে লিরিক্স | Boro asha kore lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর

বড় আশা করে লিরিক্স: ঠাকুরদের আদি পদবী কুশারী। কুশারীরা ভট্টনারায়ণের পুত্র দীন কুশারীর বংশজাত। দীন কুশারী মহারাজ ক্ষিতিশূরের নিকট কুশ (বর্ধমান জেলা) নামক গ্রাম পেয়ে গ্রামের অধিবাসী হন ও কুশারী নামে খ্যাত হন। রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্রজীবনী রবীন্দ্রসাহিত্য-প্রবেশক গ্রন্থের প্রথম খণ্ডে ঠাকুর পরিবারের বংশপরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন,

বড় আশা করে লিরিক্স | Boro asha kore lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর

বড়ো আশা ক’রে এসেছি গো কাছে ডেকে লও

রবীন্দ্রনাথ ঠাকুর

 

বড় আশা করে লিরিক্স | Boro asha kore lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

 

বড় আশা করে লিরিক্স

 

কাল একটা আকাশ এসেছিল চাদের জোছনায়
ছিল স্বপ্ন মেঘের আনাগনা চোখের সীমানায়।
সেই আকাশ হল একা,
আজ নেই তো চাঁদের দেখা
তাই বৃষ্টি বলে ”আমায় কাছে চাও”
তবুও আকাশ চাদের প্রেমে,
যেন থমকে আছে থেমে
তার প্রেম যে বলে”’ কেন দূরে যাও???”’
বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও!!!

হঠাৎ করে কি যে হলো ভাঙল আকাশ মন,
একলা আকাশ চাঁদের কথাই ভাবে সারাক্ষণ।
বুঝল না সে কোথায় যে ভুল,কি তার অপরাধ
কেন তাকে এমন করে ব্যাথা দিলো চাঁদ|
তাই একটা আকাশ ঢেকে গেল ব্যাথার কালো মেঘে,
এক সন্ধ্যা তারা আকাশ কোনে একা থাকে জেগে।
সেই সন্ধ্যা তারা বলে,
আজ তুমিও আমার দলে,
শুনো একলা বাচোঁ তাকে ভুলে যাও।
কেনো মিথ্যে চাঁদের প্রেমে
হায় থম্‌কে আছো থেমে,
সে তো শুনবে না আর যত ই বলে যাও”’
বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও!!!

একটা আকাশ হেরে গেল হারিয়ে তার মন
অন্য আকাশ হঠাৎ হলো চাঁদের প্রয়োজন
তবু ও তার ভালোবাসা চাঁদের ভালো চায়
নতুন আকাশ চাঁদ কে যেন সুখের ছোঁয়া দেয়।
সেই একলা আকাশ তাই দু চোখে বৃষ্টি নিল মেখে,
তার শূন্য বুকে ফাগুন শেষে ঝড় কে নিল ডেকে !
ঝড় বৃষ্টি তাকে বলে
ব্যাথা ভুল বে চোখের জলে,
শুনো আমরা আছি ব্যাথার সাথী তাও।
শুধু আমরা কথা রাখি
ঐ চাঁদ যে সুখের পাখি
সে চাইছে যখন তাকে যেতে দাও।
বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও!!!

 

বড় আশা করে লিরিক্স | Boro asha kore lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর

 

Boro asha kore lyrics in english

Boro asha kore, eshechi go kache deke lhow
Phirayon, jononi
Boro asha kore, eshechi go kache deke lhow
Dino hinay,keho chahe ne
Tumi tare, rakhibe jani go
Ar ami je, kichu chahi ne
Chorono tolay, shudhu boshay thaki bo
Ar ami je, kichu chahi ne
Jononi bolay, shudu dakibo
Tumi na rakhilay, griho aar paibo kotha
Keday kedau kotha berabo
Oi, je, he-ri
Tomosho-ghonoghora, noyono rojoni..
বড় আশা করে লিরিক্স | Boro asha kore lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর:

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক,১৩টি উপন্যাসও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।

রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

আরও দেখুনঃ

Leave a Comment