“বধু বেশে কন্যা যখন” গানটি বাংলা মুভি “হৃদয়ের বন্ধন (২০০১)” এর মধ্যে গাওয়া হয়েছে,গানটি গেয়েছেন মমতাজ বেগম এবং রথীন্দ্রনাথ রায় । গানটি লিখেছেন কবির বকুল ।
বধু বেশে কন্যা যখন [ Bodhu beshe konna jokhon elo re lyrics ]
গীতিকারঃ কবির বকুল
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মমতাজ বেগম এবং রথীন্দ্রনাথ রায়
বধু বেশে কন্যা যখন
Bodhu beshe konna jokhon elo re GUITAR CHORD
Sampark ko badlega ekti poloke Original GUITAR CHORD — Am F G A
Rhythm Pattern D UDC-DUDC
Am
Bodhu beshe konna jokhon elo re
F G Am
Jeno khusir bonna boye gelo re
Am
Sampark ko badlega ekti poloke
F G Am
Ke apon ke kaje por holo re……..
Am
Bodhu bese konna jokhon elo re
F G Am
Jeno khushir bonna boye gelo re.
Am
Hridoyer Bondhon Hridoyer Bondhon
Am
Ah….. ah…ah…….
কবির বকুলঃ
মমতাজ বেগমঃ
মমতাজ বেগম হলেন একজন জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী । বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন।
মমতাজ বেগম ৫ মে ১৯৭৪ সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী।
মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোক গানের শিক্ষক আবদুর রশীদ সরকারের কাছে গান শেখেন। দুই দশকের বেশি তার পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। লোক গানের শিক্ষক আব্দুর রশীদ সরকারের সাথে তার বিবাহ হয়। মমতাজ সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত।
রথীন্দ্রনাথ রায়ঃ
বধু বেশে কন্যা যখন গানের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী। তিনি মূলতঃ বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের একজন শিল্পী। তিনি অনেক দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
রথীন্দ্রনাথ রায় ১৯৪৯ সালে নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা অন্যতম লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন এবং বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম গ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
আরও দেখুনঃ