বনমালী তুমি লিরিক্স | bonomali tumi lyrics | Bappa mazumder

বনমালী তুমি  লিরিক্স,

গানটি তে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।

 

বনমালী তুমি লিরিক্স | bonomali tumi lyrics | bappa mazumder

 

 

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা লিরিক্স

 

তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও

বিরহ কুসুম হার গলেতে পরিও (x2)

তুমি যাইয়ো.. যমুনার ঘাটে

না মানি ননদীরও বাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারি মতন কান্দিও কান্দিও

কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও (x2)

তুমি বুঝিবে তখন.. নারীরও বেদন

রাধার  প্রাণে কত ব্যথা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারি মতন মরিও মরিও

শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও (x2)

তুমি পুড়িও তখম.. আমারি মতন

বুকে লইয়া দুখের চিতা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণপদ

প্রেমেরও মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো (x2)

আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন..

তোমারে বানাবো আধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

bonomali tumi porojonome hoio radha lyrics in english

 

Tumi amari moto jolio jolio
Biroho kushumo haar golete poriyo
Tumi jaiyo… jomunar ghatey
Na maani nonodero badha..
Bonomali Tumi Poro Jonome Hoyo Radha
Tumi amari moton kandiyo kandiyo
Krishno krishno naam bodone jopiyo
Tumi bujhibe tokhon.. nariro bedon
Radharo praane koto bethya ..
Banamali Tumi Poro Jonome Hoyo Radha
Tumi puriyo tokhon.. amari moton
Buke loiya dukher chinta..
Bonomali Tumi Poro Janame Hoyo Radha
Vabiya soroj koy ohe krishno-podo
Premero maya-dorey amare bandhiyo
Aami moriya hoibo Sri-nonder-nondon..
Tomare banabo radha..

বাপ্পা মজুমদার:

শুভাশিস মজুমদার বাপ্পা (যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত।[১] তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট। তিনি ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি

তিনি অন্যান্য শিল্পীদের জন্যেও গান লিখেছেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের আরেকজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর সাথে একটি গানের এলবাম রেকর্ড এবং পরিবেশন করেছেন, যা বাংলাদেশের পূর্বের সকল রেকর্ড ভেঙেছে।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি চ্যানেল ওয়ানে টেলিভিশন অনুষ্ঠান দ্য ওয়ান, অ্যা মিউজিকাল টক শো-এর উপস্থাপনা করেছেন।

পরবর্তীকালে ২০১০ সালে এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তার একক এলবাম, সূর্যস্নানে চল ২০০৮ সালে বের হয়। সপ্তম একক এলবাম, দিন বাড়ি যায়, প্রকাশিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। এক মুঠো গান ২, বের হয় ২০১০ সালের ফেব্রুয়ারিতে।[২] ২০১৪ সালের ১৬ জুলাই প্রকাশিত হয় তার দশম একক অ্যালবাম জানি না কোন মন্তরে। তিনি সমসাময়িক অন্যান্য সঙ্গীত শিল্পীদের সাথেও কাজ করেছেন, এর মধ্যে রয়েছেন, সামিনা চৌধুরী[৫], ফুয়াদ আল মুকতাদির, শায়ান চৌধুরী অর্ণব, মিলা ইসলাম, দিলশাদ নাহার কনা, এলিটা করিম।

২০০৮ সালের ২১ মার্চ মেহবুবা মাহনূর চাঁদনীকে বিয়ে করেন, যিনি একজন বাংলাদেশী মডেল, টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। ব্যক্তিগত জীবনে তিনি একজন প্রযুক্তি আসক্ত ব্যক্তি যিনি কম্পিউটার গেমস, গান এবং কম্পিউটার সফটওয়্যার নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

শুভাশিস মজুমদার বাপ্পা ১৯৭২ সালে জন্ম নেন। তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার।[৬] তিনি একটি সঙ্গীত পরিবারের মধ্যে বেড়ে উঠেন।

বাবা-মা দুজনই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয় নি। তার সঙ্গীতের হাতেখড়ি শুরু হয় পরিবারের কাছ থেকে। পরবর্তীকালে, সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীন মজুমদারের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মণিহার সঙ্গীত একাডেমী-তে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর পাঁচ বছর মেয়াদী একটি কোর্স গ্রহণ করেন।

Leave a Comment