“বন্ধে মায়া লাগাইসে” গানটি বাংলার খুবই জনপ্রিয় একটি গান । গানটি লিখেছেন বাউল শাহ্ আব্দুল করিম । তিনি একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বন্ধে মায়া লাগাইছে [ Bonde maya lagaise ]
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালায় ..
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,
বসে ভাবি নিরালায় ..
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে,
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
আমি কি বলিব আর ..
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,
আমি কি বলিব আর ..
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,
হায় গো প্রান বন্দের পিরিতে আমায়
পাগল করেছে,
হায় গো প্রান বন্দের পিরিতে আমায়
পাগল করেছে,
দেওয়না বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইসে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইসে।
Bonde Maya Lagaiche Lyrics – Roman