বন্ধু তুমি আইবারে বলে [Bondhu tumi aibare bole]

বন্ধু তুমি আইবারে বলে
হাসান মতিউর রহমান

“বন্ধু তুমি আইবারে বলে” গানটি গেয়েছেন আশরাফ উদাস এবং লিখেছেন হাসান মতিউর রহমান ।  হাসান মতিউর রহমান হলেন বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।

বন্ধু তুমি আইবারে বলে [Bondhu tumi aibare bole]

গীতিকারঃ হাসান মতিউর রহমান

সুরকারঃ হাসান মতিউর রহমান

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ আশরাফ উদাস

বন্ধু তুমি আইবারে বলে [Bondhu tumi aibare bole]

বন্ধু তুমি আইবারে বলে
আমি ঘর বান্ধিলাম নদীর কূলেরে বন্ধু
আইবার চাইয়া তুমি আইলানারে।।

আশ্বিন মাইস্যা গাঙ্গেরে ভাটি
আমি কোলকাতায় পাঠাইলাম চিঠিরে বন্ধু
একটাও চিঠির উত্তর দিলানারে।।

ভাদ্র মাসে তালেররে পিঠা

বন্ধু তুমি আইবারে বলে
হাসান মতিউর রহমান

কার্তিক মাসে শশা মিঠারে বন্ধু
দেশে আইস্যা তুমি খাইলানারে।।

তালের গাছে বাওইররে বাসা
যে দেখে সে করে আশারে বন্ধু
কথা দিয়া তুমি রাখলানারে।।

চারা গাছে ডালিমরে ধরে
হেলেদুলে রসের ভারেরে বন্ধু
যৌবন থাকতে তুমি খাইলানারে।।

হাসান মতির এমনই ভাগ্য
হইলনা সে কারো যোগ্যরে বন্ধু
মনেই রইলো মনের বেদনারে ।।

হাসান মতিউর রহমানঃ

বন্ধু তুমি আইবারে বলে
হাসান মতিউর রহমান

বন্ধু তুমি আইবারে বলে গানের গীতিকার হাসান মতিউর রহমান একজন বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক। হাসান মতিউর রহমান ১৯৫৮ সালের ৮ ডিসেম্বর ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্বধোয়াইর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোহাম্মদ হাসানউদ্দীন । ১৯৭৭ সালের শেষ দিকে রূপালী ব্যাংকের চাকরি নিয়ে ঢাকায় আসেন। তার বাসা ছিল আবদুল আলীমের বাড়ির পাশেই, এই সুবাদে তার বড় ছেলে জহির আলীমের সঙ্গে হাসান মতিউর রহমানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এবং তার সঙ্গেই বিভিন্ন জায়গায় গান গাইতে যেতেন। ১৯৭৮ সালে বাংলাদেশ বেতারে তার লেখা প্রথম গান প্রচারিত হয়। বরিশালের আবদুল করীম খানের গেয়েছিলেন, ‘জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা, তোরা দেখরে, প্রেমের কি জ্বালা সখী দেখরে’ গানটি। অবশ্যই বেতারের তালিকাভূক্ত গীতিকার না হওয়ায় লোকগীতি বলেই গানটি প্রচারিত হয়েছিল।

 

YaifwwriN4BzRFCyqbslL4 বন্ধু তুমি আইবারে বলে [Bondhu tumi aibare bole]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুনঃ

Leave a Comment