বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan

বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ]

আবু রায়হান । Abu Rayhan

আইনুদ্দীন আল আজাদ

গজল

বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan

 

বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan

 

বন্ধু ভুলে যেওনা কখনও
যেখানেই থাকো যেভাবেই থাকো
মনে রেখ আমিও আছি তখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও
একি সাথে চলেছি, একি পথে চলেছি, একি সুরে গায়েছি গান।
মিলে মিশে থেকেছি এমনি যেন, এক দেহ এক এক প্রাণ। (২ বার)।
বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan
আজ কত দূরে… কেবা কোন শহরে
আমি আছি আমি আহি কাছেতে জেন।
বন্ধু ভুলে যেওনা কখনও;
বন্ধু ভুলে যেওনা কখনও।
সার্থের সুবাদে, জীবিকার তাগিদে জানিনা আজ কে কোথায়।
মনে পড়ে যখনই কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যাথায়। (২ বার)
স্মৃতিগুলো যত, ছিল শত শত,
ভুলিনি……… এক চিলতেও তার এখনো।
বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan
বন্ধু ভুলে যেওনা কখনও
বন্ধু ভুলে যেওনা কখনও।
এক সাথে লড়েছি খেলার মাঠে আড্ডা চলেছে কত
এক সাথে মিছিলে, সংগ্রামে রাজপথে বাধা সয়েছি শত শত। (২ বার)
স্মৃতিগুলো আড়ালে, জাইনি তাও ভুলে;
ভুলিনি …… তুমিও ভুলোনা কখনো।।
বন্ধু ভুলে যেওনা কখনও
বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan
যেখানেই থাকো যেভাবেই থাকো
যেখানেই থাকো যেভাবেই থাকো।
মনে রেখ আমিও আছি তখনো।
মনে রেখ আমিও আছি তখনো।

আরও দেখুনঃ

Leave a Comment