![বন্ধু যদি হইতোরে বাতাস [ Bondhu jodi hoitore batashe ] 1 বন্ধু যদি হইতোরে বাতাস](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-72.jpg)
“বন্ধু যদি হইতরে বাতাস” গানটি লিখেছেন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক দুর্বিন শাহ ।
বন্ধু যদি হইতোরে বাতাস [ Bondhu jodi hoitore batashe ]
গীতিকারঃ দুর্বিন শাহ
বন্ধু যদি হইতোরে বাতাস [ Bondhu jodi hoitore batashe ]
বন্ধু যদি বন্ধু যদি হইতোরে বাতাস
বন্ধু যদি বন্ধু যদি হইতোরে বাতাস
সর্বদায় লাগিতো অঙ্গে
সর্বদায় লাগিতো অঙ্গে
পুরিতো মনের বিলাস
বন্ধু যদি বন্ধু যদি হইতোরে বাতাস
হইতো যদি সোনা রুপা
বানাইতাম কনক চাঁপা গো
হইতো যদি সোনা রুপা
বানাইতাম কনক চাঁপা গো
কানে দিয়া সোনার গয়না
কানে দিয়া সোনার গয়না
সুখে থাকতাম বারো মাস
বন্ধু যদি বন্ধু যদি হইতোরে বাতাস
হইতো যদি আধারাত্রি
আমি হইতাম মোমের বাতি গো,
হইতো যদি আধারাত্রি
আমি হইতাম মোমের বাতি গো
ধরিয়া উজ্জ্বল জ্যোতি,
ধরিয়া উজ্জ্বল জ্যোতি
আধাঁরে করতাম প্রকাশ
বন্ধু যদি বন্ধু যদি হইতোরে বাতাস
দুর্বিন শাহ্ঃ
বন্ধু যদি হইতোরে বাতাস গানের গীতিকার দুর্বিন শাহ্ বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক । তিনি ১৩২৭ বঙ্গাব্দের ১৫ কার্তিক (১৯২০ খ্রিষ্টাব্দ এর ২ নভেম্বর) ছাতকের সুরমা নদীর উত্তর পারে নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন। এই তারামনি টিলা কালান্তরে দুরবীন টিলা নামে পরিচিত হয়। তার পিতা সফাত আলি শাহ ছিলেন একজন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পিরানী।ফলে সঙ্গীতচর্চার একটা পারিবারিক ঐতিহ্যেই তিনি বেড়ে উঠেছেন।
তার অধিকাংশ গানে সুফি ও মরমিবাদ যথেষ্টভাবে ফুটে উঠলেও এসবের বাইরে ভিন্ন মেজাজের অসংখ্য গান লিখেছেন। শ্রেণী বিভাজন করলে এসব গানগুলোকে বাউল, বিচ্ছেদ, আঞ্চলিক, গণসংগীত, মালজোড়া, জারি, সারি, ভাটিয়ালি, গোষ্ঠ, মিলন, রাধা-কৃষ্ণ বিষয়ক পদাবলী, হামদ-নাত, মারফতি, পির-মুর্শিদ স্মরণ আলা স্মরণ, নবি স্মরণ, ওলি স্মরণ, ভক্তিগীতি, মনঃশিক্ষা, সুফিতত্ত্ব, দেহতত্ত্ব, কামতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, পারঘাটাতত্ত্ব, দেশের গানসহ বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এছাড়া বিবিধ শিরোনামে তার রচিত আরো বিভিন্ন পদাবলীকে চিহ্নিত করা যেতে পারে।
তিনি ৫৭ বছর বয়সে ১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
আরও দেখুনঃ