বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ]
সুবীর নন্দী । Subir Nandi
সুবীর নন্দী (১৯ নভেম্বর ১৯৫৩ – ৭ মে ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি সংগীতশিল্পী। তিনি মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সংগীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।
তিনি মহানায়ক (১৯৮৪), শুভদা (১৯৮৬), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), মেঘের পরে মেঘ (২০০৪) ও মহুয়া সুন্দরী (২০১৫) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে পাঁচবার এই পুরস্কার লাভ করেন। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
চলচ্চিত্রে নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গান হল ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’। তার প্রকাশিত প্রথম গানের অ্যালবাম সুবীর নন্দীর গান (১৯৮১)।
এছাড়া তার অন্যান্য অ্যালবামগুলো হল প্রেম বলে কিছু নেই, ভালোবাসা কখনো মরে না, সুরের ভুবনে, গানের সুরে আমায় পাবে (২০১৫) প্রকাশিত হয় এবং ভক্তিমূলক প্রণামাঞ্জলী।
নন্দী দীর্ঘদিন ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। ১৪ই এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ৩০ এপ্রিল তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে ৫ ও ৬ই মে পরপর দুইদিন হার্ট অ্যাটাকের পর তিনি ২০১৯ সালের ৭ই মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi
বন্ধু হতে চেয়ে লিরিক্স
![বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi 3 বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_225,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-24T000046.223.jpg)
![বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi 4 বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_290,h_174/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-24T000105.478.jpg)
Bondhu Hote Cheye Lyrics
![বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi 5 বন্ধু হতে চেয়ে লিরিক্স [ Bondhu Hote Cheye Lyrics ] । সুবীর নন্দী । Subir Nandi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_259,h_194/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-24T000108.813.jpg)