Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বয়স আমার বেশি না লিরিক্স [ Boyosh Amar Beshi Na Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

বয়স আমার বেশি না লিরিক্স [ Boyosh Amar Beshi Na Lyrics ]

প্রীতম হাসান । Pritom Hasan

প্রীতম হাসান একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা। বেশ কয়েকটি একক সঙ্গীতায়োজনসহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেন। তিনি “খোকা” গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রীতমের জন্ম ঢাকায়। তার বাবা সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। বর্তমানে তিনি বারিধারা, বসুন্ধরায় পরিবারের সাথেই বসবাস করেন।

প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন।

বয়স আমার বেশি না লিরিক্স [ Boyosh Amar Beshi Na Lyrics ] ।প্রীতম হাসান । Pritom Hasan

বয়স আমার বেশি না লিরিক্স

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইক্কা গেছে বাতাসে (x2)

তোমার মাইয়েডারে দেবানা

বোছোন কতা মোরে কবানা

তোমার মাইয়েডারে দেবানা

 কতা মোরে কবানা

তালি কিন্তু মইরে যাবানিহুতোশে

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইক্কা গেছে বাতাসে (x2)

 কাটতাম তাল খেজুর গাছ

টুকটুকিডা বেড়াতো পাঁচ পাঁচ

প্রেত্ত্যেক দিন খাইতো রস তিন বেলা (x2)

হয় আমারে জামোই বানাও

নাইলে ওই রসের দাম দাও (x2)

মেলা দিন ধইরে কিন্তু জ্বালাইছে সে

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইক্কা গেছে বাতাসে (x2)

আরে ধরি তোমার দুইহান পাও

কথাডা কি শুইনা লও

কত স্বপন দেখি ওরে লইয়ে (x2)

টুকটুকিডা বউ অলি

কি যে কায়দার অত তালি (x2)

আমার মতো জামুই তোমরা

পাব কোন দেশে ?

তাই বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইক্কা গেছে বাতাসে

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইক্কা গেছে বাতাসে।

Boyosh Amar Beshi Na Lyrics

Boyosh amar beshi na orey tuktukir maa
Khali chul koyda paikka geche batashe
Tomar maiyadare debana
Bochon, O kotha morey koba na
Tali kintu moire jabani hutashe

O kaattam taal khejur gach
Tuktukida berato panch panch
Prottyek din khaito rosh teen bela
Hoy amare jamoi banao
Naile oi rosher daam dao
Mela din dhoire kintu jalaiche se

Aare dhori tomar duihaan paao
Kothada ki shuina lao
Koto shopon dekhi orey loiye
Tuktukida bou oli
Ki je kaydar oto tali
Amar moto jamui tomra paiba kon deshe ?

Boyosh amar beshi na ore tuktukir ma
Khali chul koyta paikka geche batase

 

বয়স আমার বেশি না লিরিক্স [ Boyosh Amar Beshi Na Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

আরও দেখুনঃ

তোর মন খারাপের দেশে লিরিক্স-ইমরান মাহমুদুল-[Tor Mon Kharaper Deshe lyrics- Imran Mahmudul]

 

 

 

Exit mobile version