Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বসন্ত এসে গেছে লিরিক্স [ Boshonto Eshe Geche Lyrics ] – লগ্নজিতা চক্রবর্তী [ Lagnajita Chakraborty ]

বসন্ত এসে গেছে লিরিক্স [ Boshonto Eshe Geche Lyrics ] – “বসন্ত এসে গেছে” এই বিখ্যাত গানটি গেয়ছেন “লগ্নজিতা চক্রবর্তী [ Lagnajita Chakraborty ]”। বসন্ত এসে গেছে গনটির কথা ও সুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের।

 

 

বসন্ত এসে গেছে লিরিক্স

বাতাসে বহিছে প্রেম,

নয়নে লাগিলো নেশা

কারা যে ডাকিলো পিছে,

বসন্ত এসে গেছে

মধুর অমৃতবানী বেলা গেল সহজেই

মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব ..

বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে

গগনের নভোনীলে মনেরও গোপনে

বাজে বাজে বাজে 

পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায়,

কোকিলের কুহু তান ..

বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে  ছোটাছুটি করে কারা

দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু

আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব ..

বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছেতোমার কাছে,

আমার কাছেবসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব..

বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে ..

Boshonto Eshe Geche Lyrics

Batashey bohiche prem
Noyone lagilo nesha
Kara je dakilo piche
Bawshonto eshe geche
Modhur-o amrito baani
Bela gelo shohojei
Moromey uthhilo baaji
Basanta eshe geche
Thaak tobo bhuboner
Dhuli makha chorone
Matha noto korey robo
Ei bosonter onek jonmo aagey
Tomay prothom dekhechilam ami
Hete-chilem niruddesh-er paaney
Shei bosonto ekhon vishon daami
Amar kache, Tomar kache
Bawshonto eshe gechhe

 

লগ্নজিতা চক্রবর্তী [ Lagnajita Chakraborty ]ঃ 

লগ্নজিতা চক্রবর্তী (জন্ম: ৩০ মার্চ ১৯৯১) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তার পিতা শুভঙ্কর চক্রবর্ত্তী ও মাতা সংযুুুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্ত্তী। লগ্নজিতার মামাবাড়ি বাঁকুড়ার সোনামুখী-র মনোহরতলার খ্যাতনামা চট্টোপাধ্যায় পরিবারে। প্রবাদপ্রতিম গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়।

লগ্নজিতা চক্রবর্তী একজন তরুণী বাঙালি প্লেব্যাক সঙ্গীতশিল্পী। চলচ্চিত্র চতুষ্কোণ-এর ‘‘বসন্ত এসে গেছে’’  (মহিলা সংস্করণ) নামে একটি গানের মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন।তিনি কলকাতা শহরে কলকাতা পাঠ ভবন, পরে সেন্ট জেভিয়ের্স কলেজ-এর ছাত্রী ছিলেন।

 

 

যদি বলো হ্যাঁ নামক একটি বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, সহ-তারকা শ্রীনন্দা শঙ্কর-এর সঙ্গে। এই চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা হলেন- মীর, অনির্বাণ ভট্টাচার্য, সায়ান ও পৌলোমী বসু।

সম্প্রতি তিনি বাংলা সাহিত্যের সহকারী বাঙালি গায়ক সোমালতা আচার্য চৌধুরীর প্রিন্টে একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনটি হল রঙশোর শাড়ি, ওয়েব উপস্থিতি সহ একটি বুটিকি শৈলী দোকান।

 

আরও দেখুন…

Exit mobile version