বাংলাদেশি সুরকার সূচি। সুরকার হল যিনি কোনো সঙ্গীতের সুর তৈরী করেন বা লেখেন;তা হতে পারে কন্ঠসঙ্গীত, বাদ্যসঙ্গীত । অর্থাত্ সঙ্গীতটি কীভাবে গাওয়া হবে, কোথায় টান দিতে হবে, কোথায় থামতে হবে তা যিনি রচনা করেন তিনিই মূলত সুরকার। তবে বিস্তৃতভাবে যিনি কোনো সঙ্গীতের বাদ্যযন্ত্র বাজান বা তাতে অবদান রাখেন তাকেও সুরকার বলা হয়।
বাংলাদেশি সুরকার সূচি
- অনম বিশ্বাস
- আজাদ রহমান
- আলম খান
- আলাউদ্দিন আলী
- আইয়ুব বাচ্চু
- আনিক খান
- আনুশেহ্ আনাদিল
- আনোয়ার পারভেজ
- আবদুল গফুর হালী
- আব্দুল লতিফ
- আব্দুস সাত্তার মোহন্ত
- আরেফিন রুমি
- আলতাফ মাহমুদ
- আলম খান
- আলী আকবর রুপু
- আলী আকরাম শুভ
- আলী হোসেন (সঙ্গীতজ্ঞ)
- আসিফ ইকবাল (গীতিকার)
- আহমেদ ইমতিয়াজ বুলবুল
- ইমন সাহা
- ইমন চৌধুরী
- ইমরান মাহমুদুল
- এম এন আখতার
- এস আই টুটুল
- প্রিন্স মাহমুদ
- ওবায়েদ উল হক
- কমল দাশগুপ্ত
- কাজী শুভ
- কৌশিক হাসান তাপস
- কুটি মনসুর
- কুমার বিশ্বজিৎ
- খন্দকার নুরুল আলম
- খাদেম হোসেন খান
- খান আতাউর রহমান
- জেমস (সঙ্গীতজ্ঞ)
- তানভীর ইভান
- তানভীর তারেক
- তিশমা
- তৌসিফ
- দেবু ভট্টাচার্য
- নকুল কুমার বিশ্বাস
- নাভেদ পারভেজ
- পারভেজ রব
- পার্থ বড়ুয়া
- প্রিন্স মাহমুদ
- প্রীতম আহমেদ
- প্রীতম হাসান
- ফরিদ আহমেদ (সঙ্গীতজ্ঞ)
- ফুয়াদ আল মুকতাদির
- বাপ্পা মজুমদার
- বাহাদুর হোসেন খান
- বিপ্লব (সঙ্গীতজ্ঞ)
- বেলাল খান
- মঈনুল আহসান নোবেল
- মকসুদ জামিল মিন্টু
- মনিরুজ্জামান মনির
- মামজি স্ট্রেনজার
- মাহবুবুল এ খালিদ
- মিনার রহমান
- মোমতাজ আলী খান
- রবিউল ইসলাম জীবন
- রামকানাই দাশ
- লতিফুল ইসলাম শিবলী
- লাকী আখান্দ
- লুৎফর হাসান
- লোকমান হোসেন ফকির
- শওকত আলী ইমন
- শেখ লুতফর রহমান
- শেখ সাদী খান
- সত্য সাহা
- সমর দাস
- সাইম রানা
- সাদী মোহাম্মদ
- সানী জুবায়ের
- সাব্বির নাসির
- সুজেয় শ্যাম
- সুধীন দাশ
- সুবল দাস
- সুবীর নন্দী
- সুস্মিতা আনিস
- সৈয়দ আব্দুল হাদী
- হাবিব ওয়াহিদ
- হাসান মতিউর রহমান
- হৃদয় খান
আরও দেখুন: