Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বাকা চোখে বলো না [ Baka chokhe bolona ]

বাকা চোখে বলো না
চিত্রা সিং

“বাকা চোখে বলো না” গানটি গেয়েছেন ভারতের একজন গজল গায়িকা চিত্রা সিং

বাকা চোখে বলো না [ Baka chokhe bolona ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ চিত্রা সিং

বাকা চোখে বলো না [ Baka chokhe bolona ]

বাকা চোখে বলো না
বাঁকা চোখে বলো না
কথা বলো চোখে চোখ রেখে
বাঁকা চোখে বলো না
মনের চেহারা দেখতে দাও না
বাঁকা চোখে বলো না

চোখ হল সেই আয়না

চিত্রা সিং

যাকে ঠকানো কখনো যায় না।

কী যে আসল, কী যে নকল।
বুঝব তোমার চোখ দেখে।।

কিছুদিন থেকে গেছি কাছে
কত সুখে মন ভরে আছে
স্মৃতি তার মণিমালা হয়ে
এ জীবনে জানি যাবে রয়ে

চাও যদি সবি অবসান
আমি করব না কোন অভিমান।

যাব আমি চলে সব কিছু ভুলে
কোনই বাঁধন না রেখে।।

Exit mobile version