বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স-অনুপম রায়-[Bariye Dao Tomar Haat Lyrics-Anupam Roy]

বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স-অনুপম রায়-[Bariye Dao Tomar Haat Lyrics-Anupam Roy]

বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স-অনুপম রায়-[Bariye Dao Tomar Haat Lyrics-Anupam Roy]
অনুপম রায়
অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার এওয়ার্ড” পান। তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স-অনুপম রায়-[Bariye Dao Tomar Haat Lyrics-Anupam Roy]
অনুপম রায়

বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স

বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার আঙুল ধরতে চাই,

বাড়িয়ে দাও-তোমার হাত

আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই,

বাড়িয়ে দাও-তোমার হাত,

তোমার হাত।

কিভাবে কাঁচের দেয়াল

যেন আটকে থেকে যায়,

কখনো ফুরোয় কথায়।

অনেক সন্ধ্যাবেলায়

তোমার ক্লান্ত চুলের হাত,

ছোঁয়াও আমার মাথায়।

এখন কৃষ্ণচূড়ার আলোয়,

আমাদের রাস্তা সাজানো।

ও.. ও.. ও..

তোমার পাশেই আমায় পাবে,

তোমার রক্তে বানানো।

বাড়িয়ে দাও-তোমার হাত

আমি আবার তোমার আঙুল ধরতে চাই,

বাড়িয়ে দাও-তোমার হাত

আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই

বাড়িয়ে দাও-তোমার হাত,

তোমার হাত।

মনের ভেতর ঘরে

কিছু পাথর জমানো

ভাঙতে চাইছি যখন,

পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো

হয়তো যাবে তখন।

এখন কৃষ্ণচূড়ার আলোয়,

আমাদের রাস্তা সাজানো।

ও.. ও.. ও..

তোমার পাশেই আমায় পাবে,

তোমার রক্তে বানানো।

বাড়িয়ে দাও-তোমার হাত

আমি আবার তোমার আঙুল ধরতে চাই।

বাড়িয়ে দাও-তোমার হাত

আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই

বাড়িয়ে দাও-তোমার হাত,

তোমার হাত।

বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স-অনুপম রায়-[Bariye Dao Tomar Haat Lyrics-Anupam Roy]
অনুপম রায়

Bariye Dao Tomar Haat Lyrics

Bariye dao,tomar haath

ami abar tomar angul dhorte chai

Bariye dao,tomar haat

Ami abar tomar pashei haat-te chai

Bariye dao,tomar haat

Tomar haat

Kivabe kancher dewal

jeno aatke theke jay

kokhono furoy kothay

Onek sondhey belay

tomar klanto chuler haath

chowao amar mathay

Ekhon krishno churar aloy

amader rashta sajano

O… O… O…

Tomar pashei amay pabe

tomar rokte banano

Bariye dao-tomar haath

ami abar tomar angul dhorte chai

Bariye dao tomar haat

Ami abar tomar pashei haat-te chai

Bariye dao tomar haat

Tomar haat

Moner vitor ghore

kichu pathor jomano

bhangte chaichi jokhon

pahar borof dhele, muhurto golano

hoyto jabe tokhon

Ekhon krishno chorar aloy

Amader rasta shajano

O… O… O…

Tomar pashei amay pabe

tomar rokte banano

Bariye dao,tomar haath

ami abar tomar angul dhorte chai

Bariye dao,tomar haat

Ami abar tomar pashei haat-te chai

Bariye dao,tomar haat

Tomar haat

বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স-অনুপম রায়-[Bariye Dao Tomar Haat Lyrics-Anupam Roy]
অনুপম রায়

আরও দেখুনঃ

Leave a Comment