বাবা কতদিন দেখিনা তোমায় [ Baba Kotodin Dekhina Tomay ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ ল্যারি রোজারিও [ Larry Rosario ]
বাবা কতদিন দেখিনা তোমায়
ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো, ও খোকা যখন আমি থাকবো না
কী করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়লো
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজও শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়
ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো, ও খোকা যখন আমি থাকবো না
কী করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়লো
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়
Baba Kotodin Dekhina Tomay Lyrics :
Chele amar boro hobe
Maa ke bolto se kotha
Hobe manusher moto manush ek
Lekha etihaser paatay
Nijo haate khete partam na
Baba bolto, o khoka jokhon ami thakbo na
Ki korbi re boka
E toh rokter sathe rokter taan
Sarther onek urdhe
Hothat ojana jhore tomay haralam
Mathay akash venge porlo
Baba Koto din, Koto din Dekhina Tomay
Keu bolena tomar moto, kothay khoka ore buke aye
Baba koto raat, koto raat dekhina tomay
Keu bolena, manik kothay amar ore buke aye
![বাবা কতদিন দেখিনা তোমায় [ Baba Kotodin Dekhina Tomay ] 4 আমারে বন্ধুয়ার মনে নাই](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_261,h_261/https://bn.musicgoln.com/wp-content/uploads/2021/09/Music-Gurukul-Logo-300x300.jpg)
বাবা কতদিন দেখিনা তোমায় [ Baba Kotodin Dekhina Tomay ] নিয়ে কভার ঃ
আরও দেখুনঃ