বায়োস্কোপ গানের লিরিক্স | Bioscope Gaaner Lyrics | দলছুট | বাপ্পা মজুমদার
শুভাশিস মজুমদার বাপ্পা একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত।
তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট। তিনি ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের জন্যেও গান লিখেছেন।
সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের আরেকজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর সাথে একটি গানের এলবাম রেকর্ড এবং পরিবেশন করেছেন, যা বাংলাদেশের পূর্বের সকল রেকর্ড ভেঙেছে।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি চ্যানেল ওয়ানে টেলিভিশন অনুষ্ঠান দ্য ওয়ান, অ্যা মিউজিকাল টক শো-এর উপস্থাপনা করেছেন।
পরবর্তীকালে ২০১০ সালে এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তার একক এলবাম, সূর্যস্নানে চল ২০০৮ সালে বের হয়। সপ্তম একক এলবাম, দিন বাড়ি যায়, প্রকাশিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। এক মুঠো গান ২, বের হয় ২০১০ সালের ফেব্রুয়ারিতে।
২০১৪ সালের ১৬ জুলাই প্রকাশিত হয় তার দশম একক অ্যালবাম জানি না কোন মন্তরে।তিনি সমসাময়িক অন্যান্য সঙ্গীত শিল্পীদের সাথেও কাজ করেছেন, এর মধ্যে রয়েছেন, সামিনা চৌধুরী ফুয়াদ আল মুকতাদির, শায়ান চৌধুরী অর্ণব, মিলা ইসলাম, দিলশাদ নাহার কনা, এলিটা করিম।
বায়োস্কোপ
ব্যান্ডঃ দলছুট
কন্ঠঃ বাপ্পা’ মজুমদার ও
সঞ্জীব চৌধুরী
বায়োস্কোপ গানের লিরিক্স | Bioscope Gaaner Lyrics | দলছুট | বাপ্পা মজুমদার
বায়োস্কোপ গানের লিরিক্স বাংলা :
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।
অন্তরে থাক পদ্ম গোলাপ
গদ্যে পদ্যে আঁকছি মুখ
ঘুরতেছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না
অমন পলক ফেলতে তো কেউ পারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরত চাইনি কোনোদিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মনের মানুষ হারে না
মন হারালেও মনের মনের মানুষ হারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।
Bioscope Gaaner Lyrics in english :
Tomar barir ronger melay
dekhechilam bioscope
Bioscoper nesha aamay chharena!
Bioscoper nesha aamay chharena!
Dainey tomar chachar baari
baanyer dikey pukur ghaat
Shei bhabonay boyosh
aamar baarena!
Shei bhabonay boyosh
aamar baarena!
Ontarey thaak poddo-golap,
goddey-poddey aankchi mukh!
Ghuteychilam ronger melay apuurbo,shey,tomar chokh
Omon polok pheltey to
keu paare na!
Omon polok pheltey to
keu paare na!
Tomar barir ronger melay
dekhechilam bioscope
Bioscoper nesha aamay chharena!
Bioscoper nesha aamay chharena!
Hothat tomay mon diyechi,
pherot chaini kono din
Mon ki tomar haather naatai,
tomaar kachay aamar rin?
Mon haaraleo moner
maanush haarey na!
Mon haaraleo moner
maanush haarey na!
Tomar barir ronger melay
dekhechilam bioscope
Bioscoper nesha aamay chharena!
Bioscoper nesha aamay chharena!
Dainey tomar chachar baari baanyer dikey pukur ghaat
Shei bhabonay boyosh
aamar baarena!
Shei bhabonay boyosh
aamar baarena!
- এ তুমি কেমন তুমি লিরিক্স | E Tumi Kemon Tumi Lyrics | Rupankar Bagchi | Jaatishwar
- মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা
- এসো আমার শহরে লিরিক্স | Esho Amar Shohore Lyrics | Meghdol | 2018
- বন্ধু ভুলে যেওনা লিরিক্স [ Bondhu Vule Jeyona Lyrics ] । আবু রায়হান । Abu Rayhan
- ফকির খোন্দকার পাঞ্জু শাহের পদাবলী : ১ম