বিজয় নিশান উড়ছে ঐ লিরিক্স | bojoy nishan urche oi lyrics | সুজেয় শ্যাম
সুজেয় শ্যাম একজন বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গুনী সঙ্গীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা। বাংলাদেশের চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বিজয় নিশান উড়ছে ঐ লিরিক্স
সুরকারঃ সুজেয় শ্যাম
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ
বিজয় নিশান উড়ছে ঐ
খুশির হাওয়ায় ঐ উড়ছে
উড়ছে… উড়ছে… উড়ছে…
বাংলার ঘরে ঘরে,
বাংলার ঘরে ঘরে,
মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে…
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ
আজ জীবনের জয়োল্লাসে
জমছে শিশির দূর্বাঘাসে
জয়োল্লাসে… জয়োল্লাসে… জয়োল্লাসে…
পাশে নেই আমাদের মহান নেতা
হাসির মাঝে আজ জাগে ব্যথা
সাধ্য কি তার দিকে দিকে ঐ
দৃপ্ত মশাল জ্বেলে চলছে
দৃপ্ত মশাল জ্বেলে চলছে
বাংলার ঘরে ঘরে,
বাংলার ঘরে ঘরে,
মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে…
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ
অন্ধকারার আঁধার থেকে
ছিনিয়ে আনলো বঙ্গবন্ধুকে
বঙ্গবন্ধুকে… বঙ্গবন্ধুকে… বঙ্গবন্ধুকে…
উচ্ছল বন্যার কলগ্রাসে
শত্রুরা নিশ্চল হয়েছে
কোটি কোটি প্রাণ দিকে দিকে ঐ
বন্ধকারার দ্বার খুলছে
বন্ধকারার দ্বার খুলছে
বাংলার ঘরে ঘরে,
বাংলার ঘরে ঘরে,
মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে…
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ

সুজেয় শ্যাম ১৯৬৯ সালে সঙ্গীত পরিচালক রাজা হোসেনের সাথে পরিচিত হন এবং একত্রে রাজা-শ্যাম নামে বাংলাদেশী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন। সত্তর-আশি দশকে তারা একত্রে সূর্য গ্রহণ, সূর্য সংগ্রাম, ভুল যখন ভাঙ্গলসহ পঁচিশটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।
সূর্য গ্রহণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেন বাচসাস চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত বলবান ও অবাঞ্ছিত চলচ্চিত্রের মাধ্যমে এককভাবে সঙ্গীত পরিচালন শুরু করেন। একবিংশ শতকের প্রথমে হাছন রাজাকে নিয়ে নির্মিত হাছন রাজা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে লাভ করেন তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের বিশেষ অনুরোধে এই চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দেন তিনি। পরবর্তীতে জয়যাত্রা ও অবুঝ বউ চলচ্চিত্রের গানের সঙ্গীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে এই পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে একাত্তরের ক্ষুদিরাম ও একাত্তরের মা জননী নামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।
২০০৬ সালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ বেতারে প্রচারিত ৪৬টি গানের সংকলন নিয়ে স্বাধীন বাংলা বেতারের গান শিরোনামের একটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৩ সালে আরও ৫০টি গানের সংকলন নিয়ে স্বাধীন বাংলা বেতারের গান – ২ নামে আরেকটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন।