Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বুকটা আমার ভাঙ্গা বাড়ি [ Bukta Amar Vanga Bari ]

বুকটা আমার ভাঙ্গা বাড়ি
মনির খান

“বুকটা আমার ভাঙ্গা বাড়ি” গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী মনির খান । মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।

বুকটা আমার ভাঙ্গা বাড়ি [ Bukta Amar Vanga Bari ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মনির খান

বুকটা আমার ভাঙ্গা বাড়ি [ Bukta Amar Vanga Bari ]

বুকটা আমার ভাঙ্গা বাড়ি
ভাঙ্গা আমার মন
এই ভাঙ্গা মনে আর কি হবে
বন্ধু আর মিলন রে
আশায় আশায় দিন যে আমার যাবে
মন ভাঙ্গা মোর হৃদয় ভাঙ্গা
ভাঙ্গা আমার বুক
ভাঙ্গা এই কপালে বিধি
আর কি দিবে সুখও রে
আশায় আশায় দিন যে আমার যাবে
নাও ভাঙ্গা মোর গাও রে ভাঙ্গা
ভাঙ্গা নাওয়ের ছইয়া
মুর্শিদ নামের নাও উঠে না
ভাঙ্গা মাস্তুল দিয়া রে
আশায় আশায় দিন যে আমার যাবে

মনির খানঃ

মনির খান

বুকটা আমার ভাঙ্গা বাড়ি গানের গায়ক মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে ।

১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে।

আরও দেখুনঃ

Exit mobile version