‘বুক চিনচিন’ খ্যাত পাবেলের নতুন জীবনের শুরু

চার বছর আগে পুরুষ ও নারী কণ্ঠে জনপ্রিয় গান ‘বুক চিনচিন’ নতুনভাবে গেয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তরুণ সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ভাইরাল হওয়ার পর অল্প সময়েই তাঁর কণ্ঠ পরিচিতি পায় সংগীতপ্রেমীদের কাছে। সেই ধারাবাহিকতায় একের পর এক দ্বৈত ও একক গানে কণ্ঠ দিয়ে নিজের অবস্থান দৃঢ় করেন তিনি। এবার সংগীতজগতের পাশাপাশি ব্যক্তিজীবনেও এল এক নতুন মোড়—বিয়ে করেছেন এই জনপ্রিয় গায়ক।

গতকাল শুক্রবার চট্টগ্রামে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে পাবেলের বিয়ের আনুষ্ঠানিকতা। চট্টগ্রামের বন্দর এলাকার একটি অভিজাত কনভেনশন সেন্টারে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবেলের সহধর্মিণীর নাম তানজিমা ইসলাম। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পাবেল জানান, তাঁদের বিয়েটি সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন,
“কয়েক মাস ধরেই পরিবার থেকে বিয়ের জন্য চাপ ছিল। পরিবারের পছন্দেই একপর্যায়ে সবকিছু চূড়ান্ত হয়। তানজিমা আমারও পছন্দের। কথাবার্তার মাধ্যমে বুঝেছি, জীবনের আগামী পথচলায় এমন একজন জীবনসঙ্গীই প্রয়োজন। পরিবারের পছন্দে এমন একজন মানুষকে পাশে পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

পাবেল আরও জানান, শুক্রবার ছোট পরিসরে আক্দ সম্পন্ন হয়। এরপর রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনেই ছিল পারিবারিক আবহ ও ঘনিষ্ঠতার ছাপ।

ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন এই তরুণ শিল্পী। পাবেলের ভাষ্য অনুযায়ী, তাঁর কণ্ঠে গাওয়া একাধিক নতুন গান ইতোমধ্যে প্রস্তুত রয়েছে, যেগুলো সময় ও সুযোগ বুঝে প্রকাশ করা হবে। পাশাপাশি সামনে কয়েকটি জনপ্রিয় নাটকের গানে কণ্ঠ দেওয়ার কথাও রয়েছে তাঁর।

সংগীতচর্চার সঙ্গে পাবেলের পরিবারের কেউ সরাসরি যুক্ত না থাকলেও ছোটবেলা থেকেই গানের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান শুনে অনুপ্রাণিত হয়ে গানের পথে হাঁটার স্বপ্ন দেখেন তিনি। যখন বন্ধুরা আড্ডা কিংবা খেলাধুলায় সময় কাটাত, তখন পাবেল ব্যস্ত থাকতেন গানের চর্চায়। প্রায় ১৪ বছর আগে পেশাদার শিল্পী হওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় আসেন তিনি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর গত চার বছর ধরে পুরোপুরি গান নিয়েই তাঁর ব্যস্ততা। এই দীর্ঘ পথচলায় তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন তাঁর মা ও মেজ ভাই।

উল্লেখ্য, বদিউল আলম পরিচালিত ‘বাস্তব’ সিনেমায় কবির বকুলের লেখা ‘বুক চিনচিন’ গানটি প্রথম গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। পরে মহিদুল মহিম পরিচালিত ‘শিল্পী’ নাটকে গানটি নতুনভাবে ব্যবহৃত হয়। ওই নাটকে পুরুষ কণ্ঠের পাশাপাশি নারী কণ্ঠে গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান পাবেল। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

পাবেল ও তাঁর বিয়ে: সংক্ষিপ্ত তথ্য 

বিষয়তথ্য
গায়কের নামজাহেদ পারভেজ পাবেল
ভাইরাল গানবুক চিনচিন
বিয়ের তারিখশুক্রবার
বিয়ের স্থানবন্দর এলাকা, চট্টগ্রাম
স্ত্রীর নামতানজিমা ইসলাম
পেশা (স্ত্রী)বেসরকারি কলেজের শিক্ষার্থী
সংগীতে পথচলাপ্রায় ১৪ বছর
অনুপ্রেরণামা ও মেজ ভাই